• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মাতাল স্বামীর হাত থেকে রক্ষা পেতে ২ সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ

প্রকাশিত: মার্চ ১২, ২০২৩, ০১:২৯ এএম

মাতাল স্বামীর হাত থেকে রক্ষা পেতে ২ সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মদের নেশায় সব সময় মগ্ন থাকতেন স্বামী। মদ খেয়ে মাতাল হয়ে কষ্ট দিতেন পরিবারের সকল সদস্যদের। বিষয়টি সহ্য করতে না পেরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন স্ত্রী (৩৮)। আজ শনিবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের মধ্যপ্রদেশের নরসিংপুর জেলায় গত শুক্রবার (১০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। এনডিটিভি জানায়, জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে গদরওয়ারা রেলস্টেশনের কাছে ওই নারী তার ১৯ বছরের ছেলে ও ১৬ বছরের মেয়েকে নিয়ে আত্মহত্যা করেন।

উপ-বিভাগীয় পুলিশ কর্মকর্তা শশী পাঠক বলেন, গত শুক্রবার রাত ১০টার দিকে রেললাইনে তিনটি মরদেহ পড়ে থাকার খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ছেলের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, তারা আত্মহত্যা করেছেন কারণ তাদের বাবা প্রায়শই মদ্যপ থাকতেন। বাবার কারণে অনেক ঝামেলায় পড়তে হত তাদের।

এ ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতে হাজির করা হবে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ