• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

হাজার বছরের পুরোনো গুপ্তধন মিলল মাটির নিচে

প্রকাশিত: মার্চ ১২, ২০২৩, ১২:৪০ এএম

হাজার বছরের পুরোনো গুপ্তধন মিলল মাটির নিচে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মাটি খুঁড়ে পাওয়া গেল প্রায় এক হাজার বছরের পুরনো গুপ্তধন। এর মধ্যে রয়েছে–সোনার কানের দুল, সোনার পাতা ও রুপার মুদ্রা। যার সব কিছুই মহামূল্যবান বলে দাবি বিশেষজ্ঞদের। যদিও এসবের সময়কাল জানাতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তারা। তবে, তা মধ্যযুগীয় সময়ের বলে ধারণা করা হচ্ছে। এই গুপ্তধন পেয়েছেন নেদারল্যান্ডসের এক ইতিহাসবিদ। মেটাল ডিটেক্টরের (ধাতু আবিষ্কারক) মাধ্যমে এগুলো পান তিনি। বৃহস্পতিবার (৯ মার্চ) গুপ্তধন পাওয়ার তথ্য জানিয়েছে ডাচ ন্যাশনাল মিউজিয়াম অ্যান্টিকুইটিজ। সেই খবর আজ প্রকাশ করেছে রয়টার্স।
গুপ্তধন পাওয়া ২৭ বছর বয়সী ইতিহাসবিদ লোরেনজো রুইজতার বলেন, ‘মাত্র ১০ বছর বয়স থেকে গুপ্তধন খুঁজছি। ২০২১ সালে মধ্যযুগীয় যুগের এসব জিনিস হুগউড শহর থেকে পেয়েছি। এগুলো আবিষ্কারে আমি মেটাল ডিটেক্টর ব্যবহার করেছিলাম।’


ডাচ ন্যাশনাল মিউজিয়াম অ্যান্টিকুইটিজের বিশেষজ্ঞরা বলছেন, ‘গুপ্তধনগুলো পরিষ্কার করতে ও এগুলো কোন সময়ের তা জানতে তদন্ত করতে হবে। তবে, গুপ্তধনগুলোর সবচেয়ে কাছেরটিও এক হাজার ২৫০ বছরের পুরনো হবে।’
মিউজিয়াম কর্তৃপক্ষ বলছে, মধ্যযুগের স্বর্ণের গয়না নেদারল্যান্ডসে অত্যন্ত বিরল।
রয়টার্স বলছে, গুপ্তধনগুলো কোন সময়ের বা এগুলো কেন মাটি খুঁড়ে রাখা হয়েছিল সে রহস্য এখনও উদ্ভাবিত করা যায়নি। ১৩০০ শতাব্দীর মাঝামাঝি সময়ে নেদারল্যান্ডসের ফ্রাইসল্যান্ড ও হল্যান্ডের মধ্যে যুদ্ধ হয়েছিল। মিউজিয়াম কর্তৃপক্ষের ধারণা, ওই সময়ে গুপ্তধনগুলো মাটিতে পুঁতে রাখা হয়েছিল।
লোরেনজো বলেন, ‘ওই সময়ের খুব ক্ষমতাধর কেউ গুপ্তধনগুলো রক্ষা করতে মাটিতে পুঁতেছিলেন। তার হয়তো ইচ্ছে ছিল, এগুলো কোনো ভালো মানুষের হাতে পড়ুক।’


আরিয়ানএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ