প্রকাশিত: মার্চ ১২, ২০২৩, ১২:৪০ এএম
মাটি খুঁড়ে পাওয়া গেল প্রায় এক হাজার বছরের পুরনো গুপ্তধন। এর মধ্যে রয়েছে–সোনার কানের দুল, সোনার পাতা ও রুপার মুদ্রা। যার সব কিছুই মহামূল্যবান বলে দাবি বিশেষজ্ঞদের। যদিও এসবের সময়কাল জানাতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তারা। তবে, তা মধ্যযুগীয় সময়ের বলে ধারণা করা হচ্ছে। এই গুপ্তধন পেয়েছেন নেদারল্যান্ডসের এক ইতিহাসবিদ। মেটাল ডিটেক্টরের (ধাতু আবিষ্কারক) মাধ্যমে এগুলো পান তিনি। বৃহস্পতিবার (৯ মার্চ) গুপ্তধন পাওয়ার তথ্য জানিয়েছে ডাচ ন্যাশনাল মিউজিয়াম অ্যান্টিকুইটিজ। সেই খবর আজ প্রকাশ করেছে রয়টার্স।
গুপ্তধন পাওয়া ২৭ বছর বয়সী ইতিহাসবিদ লোরেনজো রুইজতার বলেন, ‘মাত্র ১০ বছর বয়স থেকে গুপ্তধন খুঁজছি। ২০২১ সালে মধ্যযুগীয় যুগের এসব জিনিস হুগউড শহর থেকে পেয়েছি। এগুলো আবিষ্কারে আমি মেটাল ডিটেক্টর ব্যবহার করেছিলাম।’
আরিয়ানএস/