• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

১০ বছরের শিশু ছিনতাইকারীকে পিটিয়ে দাদির গলার চেইন রক্ষা করলো

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ০৩:৪৯ এএম

১০ বছরের শিশু ছিনতাইকারীকে পিটিয়ে দাদির গলার চেইন রক্ষা করলো

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

এবার ছিনতাইকারীর হাত থেকে দাদির গলার চেইন রক্ষা করে আলোচনায় এসেছে ১০ বছরের এক শিশু। গত ২৫ ফেব্রুয়ারি (রোববার) ভারতের পুনেতে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে পুলিশি অভিযোগে বলা হয়েছে, পুনের মডেল কলোনি এলাকায় ৬০ বছর বয়সী লতা তার নাতনি রুতভিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাস্তায় মোটরসাইকেলে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। তিনি রাস্তার খোঁজ জানতে চাওয়ার অজুহাতে লতার গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা করেন।

এমন অবস্থা দেখে রুতভি ওই ছিনতাইকারীর মুখে তার হাতে থাকা ব্যাগ দিয়ে মারতে শুরু করে। এতে বাধ্য হয়ে পালিয়ে যায় ওই ছিনতাইকারী। এতে তিনি চেইনও নিতে পারেননি।

এদিকে কিছুদিন আগে এই ঘটনা ঘটলেও গতকাল বৃহস্পতিবার দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়। অনেকে রুতভির সাহসীকতার প্রশংসা করছেন। এদিকে এই ঘটনায় পুলিশঅজ্ঞাত ওই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ