• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আগে স্বামীই ছিলেন সব, এখন শয্যাসঙ্গীর সংখ্যা গুনেও শেষ হচ্ছে না

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ১২:৩৫ এএম

আগে স্বামীই ছিলেন সব, এখন শয্যাসঙ্গীর সংখ্যা গুনেও শেষ হচ্ছে না

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

কেটের বিয়ে হয় মাত্র ২৫ বছর বয়সে  । তিনি দীর্ঘ দিন স্বামীর সংসার করেছেন। কেট ছিলেন আক্ষরিক অর্থেই ‘পতিপরায়ণা’। বিয়ের আগে তো নয়, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে কখনো তার সম্পর্ক তৈরি হয়নি।

স্বামী মানে স্বামীই। এর কোনো তুলনা বা অপশন ছিল না তার কাছে। বিয়ের আগে বা পরে অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্কও ছিল না তার। অন্য কারো সঙ্গে কখনো নিভৃতিতে রাত কাটাননি। কিন্তু হুট করেই যেন সব পাল্টে গেল! এখন শয্যাসঙ্গীর সংখ্যা গুনে শেষ করতে পার‌ছেন না তিনি।

কথা হচ্ছে অস্ট্রেলিয়ার কেট হার্ভেকে নিয়ে। জীবনের ইনিংসে ‘হাফ সেঞ্চুরি’ করে ফেলেছেন তিনি। অসুখী সম্পর্কে না থেকে সটান সংসার ছেড়ে বেরিয়ে এসেছেন। বিচ্ছেদের পর যেন জীবনকে নতুন করে উপভোগ করছেন।

কেট পেশায় শিল্পপতি। তার নিজস্ব ব্যবসা রয়েছে। বইও লেখেন। এ ছাড়া, মাঝেমধ্যে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে তিনি পরিচিত মুখ। মেলবোর্ন শহরে স্বামী এবং তিন সন্তানকে নিয়ে ভরা সংসার ছিল কেটের। কিন্তু করোনা মহামারির সময় তার জীবনে অন্ধকার নেমে আসে। আড়াই বছর যন্ত্রণা সহ্য করার পর বিচ্ছেদের পথ বেছে নেন কেট।

অভিযোগ, কেটের স্বামী করোনা লকডাউনের সময় অন্য নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। গোপন সেই সম্পর্কের কথা জানতে পেরে গিয়েছিলেন ‘পতিব্রতা’ কেট। পরকীয়া ফাঁস হয়ে যাওয়ার পরেই বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন কেট। সন্তানদের মানুষ করার সঙ্গে সঙ্গে প্রায় আড়াই বছর ধরে তাকে মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তবে পুরোনো সেই জীবনকে বিদায় জানিয়ে নতুন ইনিংসও শুরু করে ফেলেছেন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের কাছে নিজের বিচ্ছেদ পরবর্তী একাধিক সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন কেট। নিজেই তিনি জানিয়েছেন, বিচ্ছেদের গত বছরের শুরুর দিক থেকে বহু পুরুষের সঙ্গে রাত কাটিয়েছেন। কখনো ডেটিং অ্যাপ, কখনো ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে পুরুষ সঙ্গীদের খুঁজে নিয়েছেন কেট। এক সময় যে নারী স্বামী ছাড়া আর কাউকে চিনতেন না, অন্য কারও দিকে ফিরেও তাকাননি, তিনিই এখন শয্যাসঙ্গীর সংখ্যা গুনে শেষ করতে পারছেন না!

বিবাহিত সম্পর্কের বাঁধন ছিন্ন করার পরে এই নতুন জীবনে যেন যৌনতার খেলায় মেতে উঠেছেন কেট। তা উপভোগও করছেন ভীষণ ভাবে। তিনি জানান, গত জানুয়ারি থেকে কমপক্ষে ১২ জন পুরুষের সঙ্গে তিনি রাত কাটিয়ে ফেলেছেন। কেটের কথায়, আমি আমার পুরুষ বন্ধু এবং শয্যাসঙ্গীদের সংখ্যা গোনা থামিয়ে দিয়েছি। হিসাব ঠিক রাখতে পারছিলাম না।

কোন বয়সের পুরুষের পছন্দ করেন কেট? কারাই বা শয্যায় তার চাহিদা পরিতৃপ্তির জন্য উপযুক্ত? প্রকাশ্যে সে কথাও রাখঢাক না করেই জানিয়ে দিয়েছেন অস্ট্রেলীয় প্রৌঢ়া। জানান, মূলত ৩৮ থেকে ৪৪ বছর বয়সি ছেলেদের সঙ্গে রাত কাটাতেই তিনি স্বচ্ছন্দ বোধ করেন।

নিজের থেকে বয়সে ছোট পুরুষদের রাতের সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন কেট। তার শয্যাসঙ্গীদের মধ্যে সবচেয়ে কমবয়সি যুবকের বয়স ২৮ বছর। সবচেয়ে বেশি ৪৪ বছর বয়সি পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন তিনি।

কেট জানান, যৌনতা, যৌন সম্পর্ককে এর আগে কখনোই তিনি তেমন গুরুত্ব দেননি। স্বামীকে নিয়ে সুখেই ছিলেন। স্বামীর সঙ্গে যৌন সম্পর্কের বাইরে আর কিছু ভাবতেন না। কিন্তু জীবনের এই দ্বিতীয় ইনিংসে তিনি জগৎকে আবিষ্কার করতে চান। আরও পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতে চান।

কেটের দাবি, নানা রকম সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্কে অনেক নতুন কিছু তিনি শিখতে পেরেছেন। সঙ্গমের পরিতৃপ্তি নতুন করে উপলব্ধি করতে পেরেছেন। কিন্তু কোনও এক জন ব্যক্তির সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কে এই নতুন আবিষ্কার, নতুন অনুভূতির উপলব্ধি সম্ভব হত না।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ