• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইতালিতে দুই বিমানের সংঘর্ষ, নিহত ২ পাইলট

প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ১১:১৬ পিএম

ইতালিতে দুই বিমানের সংঘর্ষ, নিহত ২ পাইলট

সংঘর্ষের পর মাঠে বিধ্বস্ত হওয়া একটি বিমানের ধ্বংসাবশেষ।

আন্তর্জাতিক ডেস্ক

ইতালিতে বিমানবাহিনীর দুটি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় বিমান দুটিতে থাকা দুই পাইলটই নিহত হয়েছেন। এতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি। তবে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। 


সংবাদমাধ্যম দ্য সানের খবরে বলা হয়, মঙ্গলবার (৭ মার্চ) মাঝ-আকাশে ইতালির বিমানবাহিনীর দুটি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটিতেই আগুন ধরে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিমান বিধ্বস্ত হয় গুইদোনিয়া শহরের রাস্তায়; অন্যটি গিয়ে পড়ে নিকটবর্তী একটি মাঠে। 
ইতালির বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার সময় ইউ-২০৮ উড়োজাহাজ দুটি প্রশিক্ষণ মিশনে ছিল। এর দুটিতে দুজন পাইলট ছাড়া কোনো ক্রু ছিলেন না। দুর্ঘটনায় দুই পাইলটই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে প্রশাসন।  
তবে ঠিক কী কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 


আরিয়ানএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ