• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

বিশ্বব্যাপী আরও সাড়ে ৮ হাজারের বেশি প্রাণ নিলো করোনা

প্রকাশিত: জুন ২৬, ২০২১, ০৯:০৩ এএম

বিশ্বব্যাপী আরও সাড়ে ৮ হাজারের বেশি প্রাণ নিলো করোনা

আন্তর্জাতিক ডেস্ক

মহামারি নভেল করোনাভাইরাসের তাণ্ডব থামছেই না। ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। সবশেষ এক দিনে ভাইরাসটি আরও সাড়ে আট হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪ লাখ ৪৩ হাজার ৭৯ জনের শরীরে ভাইরাসের অস্তিত্ব মিলেছে। আর নতুন করে সুস্থ হয়েছে ৩ লাখ ৪১ হাজার ৮২৯ জন।

শনিবার (২৬ জুন) সকাল সাড়ে ৮টায় করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ১১ লাখ ৬৩ হাজার ২১৭ জন। মৃত্যুবরণ করেছেন ৩৯ লাখ ২৪ হাজার ৫৫৮ জন। এ ছাড়া আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৫৭ লাখ ৫০ হাজার ৫০৯ জন।

সবশেষ এক দিনে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত ও মৃত্যু হয়েছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। সেখানে নতুন করে ৭৯ হাজার ২৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৩ লাখ ২২ হাজার ৭২০ জন। আর ১৯৯০ নতুন মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা পাঁচ লাখ ১১ হাজার ২২৭ জন।
 
অন্যদিকে দৈনিক আক্রান্ত ও মৃত্যুতে ভারত রয়েছে দ্বিতীয় অবস্থানে।

বর্তমানে সারা বিশ্বে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৩০৭ জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৮০ হাজার ৫১৪ জন। আর ভালো অবস্থায় রয়েছে ১ কোটি ১৪ লাখ ৮ হাজার ৭৯৩ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এ দেশে নতুন করে ১৫ হাজার ৫৩৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৬৭২ জনে। আর নতুন ৩৮৭ মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১৯ হাজার ১৫২ জনে। তালিকায় এরপরেই রয়েছে ভারত। ৪৯ হাজার ৫২ নতুন আক্রান্ত নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১ লাখ ৮২ হাজার ৪৬৯ জনে। আর ১১৮৬ নতুন মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৯৪ হাজার ৫২৪ জনে।  

ওয়ার্ল্ডোমিটারের তালিকার ওপরে থাকা অন্যান্য দেশগুলো যথাক্রমে ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, ইতালি, কলম্বিয়া, স্পেন ও জার্মানি। আর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০তম স্থানে।

মামুন/এএমকে

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ