• ঢাকা বুধবার
    ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১
মন্ত্রিত্বের কোডের কোন লঙ্ঘন হয়নি

আগামীতে টিউলিপের জন্য ফিরে আসার দরজা খোলা আছে : ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ১২:৫০ এএম

আগামীতে টিউলিপের জন্য ফিরে আসার দরজা খোলা আছে : ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশে দুর্নীতি ও ব্রিটেনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে তীব্র সমালোচনার পর মঙ্গলবার পদত্যাগ করেছেন লেবার পার্টির এমপি এবং দেশটির ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

টিউলিপের বিরুদ্ধে দুর্নীর্তির অভিযোগ ও তার পদত্যাগের বিষয়ে এক বিবৃতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যেখানে তিনি উল্লেখ্য করেছেন, টিউলিপের পদত্যাগ মন্ত্রিত্বের কোডের কোন লঙ্ঘন হয়নি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামীতে টিউলিপের জন্য ফেরার দরজা খোলা আছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার পদত্যাগপত্র গ্রহণ করার সময়, আমি এটাও পরিষ্কার করতে চাই যে স্বাধীন উপদেষ্টা হিসাবে স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি মন্ত্রিত্বের কোডের কোনো লঙ্ঘন খুঁজে পাননি এবং আপনার পক্ষ থেকে আর্থিক অসঙ্গতির কোনো প্রমাণ পাননি।’

কিয়ার স্টারমার আরও বলেন, ‘আমি স্বাধীন উপদেষ্টার কাছে স্ব-রেফার করার জন্য এবং তথ্য প্রতিষ্ঠার সাথে আপনার সম্পূর্ণ সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমি কৃতজ্ঞ যে ব্রিটেনকে পরিবর্তন করার জন্য আমাদের এজেন্ডা প্রদান থেকে চলমান বিভ্রান্তির অবসান ঘটাতে, আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং এটি পরিষ্কার করতে চান যে আপনার সামনে এগিয়ে যাওয়ার দরজা খোলা রয়েছে।’

আর্কাইভ