• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মেকআপ করতে গিয়ে এ কী কাণ্ড! কনের মুখ দেখেই বিয়ের পিঁড়ি থেকে পালালো বর

প্রকাশিত: মার্চ ৫, ২০২৩, ০১:০৫ এএম

মেকআপ করতে গিয়ে এ কী কাণ্ড! কনের মুখ দেখেই বিয়ের পিঁড়ি থেকে পালালো বর

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মেকআপ করাতে গিয়ে ঘটলো যত বিপত্তি! পাত্রীর মুখ পোড়ালেন রুপটান শিল্পী। আর তা দেখেই বিয়ে ভাঙল পাত্রপক্ষ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পাত্রী। কর্নাটকের হাসান জেলার এই ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, হাসান জেলার আরাসিকেরে গ্রামের ওই পাত্রী বিয়ে উপলক্ষ্যে স্থানীয় একটি বিউটিপার্লারে গিয়েছিলেন মেকআপ করতে।

মেকআপের জন্য রূপটান শিল্পীর দেওয়া প্রসাধন সামগ্রী মুখে লাগাতেই ঘটে বিপর্যয়। মুখ ফুলে ঢোল হয়ে যায়। কালো হয়ে যায় পুরো মুখ।

পাত্রীর মুখ কালো ও ফুলে গিয়েছে শুনে বিয়ে করতে অস্বীকার করে পাত্র। ভেঙে যায় বিয়ে। এরপর পাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।

পরিবারের অভিযোগ, বিয়ে উপলক্ষ্যে পাত্রীকে বিশেষ সাজে সজ্জিত করার প্রতিশ্রতি দিয়েছিল গঙ্গা নামে ওই রূপটান শিল্পী। সেই মতো মুখে প্রসাধনী লাগিয়ে বাষ্প দিয়েছিল সে। সঙ্গে সঙ্গে মহিলার মুখ পুড়ে কালো হয়ে ফুলে যায়। এদিকে, অভিযুক্ত রূপটান শিল্পী গঙ্গার বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে পাত্রীর পরিবার। অভিযোগের ভিত্তিতে গঙ্গাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ