• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রেমিকার বাড়িতে দেখা করতে গিয়ে প্রাণ হারালেন স্কুল ছাত্র

প্রকাশিত: মার্চ ৪, ২০২৩, ১২:০৬ এএম

প্রেমিকার বাড়িতে দেখা করতে গিয়ে প্রাণ হারালেন স্কুল ছাত্র

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রেমিকার সঙ্গে দেখা করতে দশম শ্রেণির এক ছাত্র তার বাড়িতে গিয়েছিল। সেখানে হাতেনাতে ধরে ওই কিশোরকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রেমিকার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ভিবগাঁও গ্রামে। গত বৃহস্পতিবার এ ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। নিহত কিশোরের নাম সচিন কালে।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার ওই গ্রামের একটি খেতে এক কিশোরের পচাগলা দেহ উদ্ধার করা হয়। পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই কিশোর পাশের গ্রামের বাসিন্দা। ভিবগাঁও গ্রামে তার প্রেমিকার বাড়ি। গত ২৫ ফেব্রুয়ারি প্রেমিকার সঙ্গে দেখা করতে তার বাড়িতে গিয়েছিল ওই কিশোর। তার জেরেই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ।

এর পরই দেহ শনাক্তকরণে জন্য কিশোরীকে ডেকে পাঠায় পুলিশ। প্রথমে দেহ চিহ্নিত করতে অস্বীকার করে সে। পরে পুলিশের কাজে কিশোরী স্বীকার করে যে, নিহত কিশোরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে এই সম্পর্ক কিশোরীর দাদু, বাবা, চাচারা মেনে নেননি। সে কারণেই কিশোরকে মারধর করা হয় বলে অভিযোগ। কিশোরীর বয়ানের ভিত্তিতে তার দাদা, বাবা এবং চাচাকে গ্রেপ্তার করা হয়েছে। 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ