প্রকাশিত: মার্চ ২, ২০২৩, ০৯:০৯ পিএম
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ২৪ ঘণ্টায় অ্যাডিনোভাইরাসে ৭ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক জেষ্ঠ্য কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত এ বছর অ্যাডিনোভাইরাসে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
প্রথমে সরকার অবশ্য গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যুকে অ্যাডেনোভাইরাস থেকে মৃত্যু বলে অভিহিত করেনি।পরিবর্তে সরকার বলেছিল যে, চলতি মৌসুমে শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণের (এআরআই) কারণে তাদের মৃত্যু হয়েছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ‘বর্তমানে ভাইরাল মহামারির কোনো প্রমাণ আমাদের কাছে নেই।’ নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও জানান, ‘গত ২৪ ঘণ্টায় কলকাতার রাজ্য সরকার পরিচালিত হাসপাতালগুলোতে পাঁচ শিশু এবং বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে দুই শিশু মারা গেছে।’
আরিয়ানএস/