• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কলকাতায় কোভিডের পর নতুন আতঙ্ক অ্যাডিনোভাইরাস, ২৪ ঘণ্টায় মৃত ৭

প্রকাশিত: মার্চ ২, ২০২৩, ০৯:০৯ পিএম

কলকাতায় কোভিডের পর নতুন আতঙ্ক অ্যাডিনোভাইরাস, ২৪ ঘণ্টায় মৃত ৭

পশ্চিমবঙ্গে নতুন আতঙ্ক অ্যাডিনোভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ২৪ ঘণ্টায় অ্যাডিনোভাইরাসে ৭ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক জেষ্ঠ্য কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত এ বছর অ্যাডিনোভাইরাসে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
প্রথমে সরকার অবশ্য গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যুকে অ্যাডেনোভাইরাস থেকে মৃত্যু বলে অভিহিত করেনি।পরিবর্তে সরকার বলেছিল যে, চলতি মৌসুমে শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণের (এআরআই) কারণে তাদের মৃত্যু হয়েছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ‘বর্তমানে ভাইরাল মহামারির কোনো প্রমাণ আমাদের কাছে নেই।’ নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও জানান, ‘গত ২৪ ঘণ্টায় কলকাতার রাজ্য সরকার পরিচালিত হাসপাতালগুলোতে পাঁচ শিশু এবং বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে দুই শিশু মারা গেছে।’ 


তিনি আরও বলেন, ‘অ্যাডেনোভাইরাসের লক্ষণযুক্ত ব্যক্তিদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেখান থেকে প্রাপ্ত ফলাফল অনুসারে রাজ্য সরকার বলেছে, গত এক মাসে রাজ্যে সবমিলিয়ে ৫ হাজার ২১৩টি এআরআই করানো হয়েছে।  
ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘বিভিন্ন ভাইরাসের কারণে এআরআই একটি সাধারণ ঘটনা। যাইহোক, বর্তমান বছর এআরআই সংক্রমণের সংখ্যা বেশি বলে মনে হচ্ছে। কারণ আগের বছরগুলোতে (২০২১ এবং ২০২২) অ্যাডেনোভাইরাসের বিষয়টি টের পাওয়া যায়নি কোভিড-১৯ ভাইরাসের কারণে।’
তবে সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানে ভাইরাল মহামারির কোনো প্রমাণ নেই। বর্তমান পরিস্থিতি একটি মৌসুমি সংক্রমণ ছাড়া আর কিছুই নয় এবং অ্যাডেনোভাইরাসের কারণে সংক্রমণের সংখ্যা ইতিমধ্যেই কমতে শুরু করেছে।’

 

আরিয়ানএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ