• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

পিক্সি মাত্র ১১ বছর বয়সে মাসে আয় করত ১.৬ কোটি, কী করত জানেন?

প্রকাশিত: মার্চ ২, ২০২৩, ০৫:১৭ পিএম

পিক্সি মাত্র ১১ বছর বয়সে মাসে আয় করত ১.৬ কোটি,  কী করত জানেন?

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

নিজের ব্যবসা থেকে অবসর নিল ১১ বছরের পিক্সি কার্টিস। এখন সে মন দিয়ে লেখাপড়া করতে চায়। খেলনা বিক্রি করে প্রতি মাসে তার উপার্জন ২০০০০০ ডলার। তার বাবার দক্ষতা এবং নিজের উদ্যোগের দৌলতে এই বয়সেই বহু সম্পত্তির মালকিন পিক্সি। তার ব্র্যান্ড অ্যাকসেসরিজ ও খেলনা বিক্রি করে। কৈশোরে পৌঁছনর আগেই আকাশছোঁয়া অর্থের মালিক এই বালিকা।

পিক্সির মা পেশায় পিআর বিশেষজ্ঞ। তিনি জানিয়েছেন মেয়ে হাই স্কুলে পৌঁছনর সঙ্গে সঙ্গেই ব্যবসা থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়। গত কয়েক মাস ধরে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

তিন বছর আগে শুরু হওয়া তাদের অনলাইন স্টোর এখন অস্ট্রেলিয়ার শিশুদের মধ্যে খুবই জনপ্রিয়। 

অনলাইন স্টোর যেমন ছিল, সেরকমই থাকবে। দেখভাল করবে পরিবারের অন্য সদস্যরা। পিক্সির বিলাসবহুল জীবন হার মানাবে অনেককেই। এরই মধ্যে সে প্রায় ২৭ হাজার ডলার মূল্যের মার্সিডিজ বেঞ্জের মালকিন। তার ১১ তম জন্মদিনের পার্টির খরচ ছিল প্রায় ৪০ হাজার ডলার। আপাতত ব্যবসা থেকে ছুটি নিয়ে সে মন দিয়েছে পড়াশোনায়। তার উপার্জিত অর্থ থেকে শিশুকল্যাণে ব্যয়ও করা হবে। 

আর্কাইভ