• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সিরিয়ার ভূমিকম্পকবলিত এলাকায় ছড়িয়ে পড়েছে কলেরা, মৃত ২

প্রকাশিত: মার্চ ১, ২০২৩, ০৪:৩২ পিএম

সিরিয়ার ভূমিকম্পকবলিত এলাকায় ছড়িয়ে পড়েছে কলেরা, মৃত ২

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার ভূমিকম্পকবলিত উত্তর-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে কলেরা। বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলটিতে কলেরায় এখন পর্যন্ত অন্তত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে যথাযথ স্বাস্থ্য সেবা না থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিসিরিয়ার ভূমিকম্পকবলিত এলাকায় শরণার্থী শিবিরগুলোতে ছড়িয়ে পড়ছে কলেরা। ছবি: আল-জাজিরায়ার শরণার্থী শিবিরগুলোতে ছড়িয়ে পড়ছে কলেরা। ছবি: আল জাজিরা

ওই অঞ্চলের নিয়ন্ত্রকারী বাহিনী সিরিয়া সিভিল ডিফেন্স বা হোয়াইট হেলমেটস সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে জানিয়েছে, ভূমিকম্প এ এলাকার শরণার্থী শিবিরগুলোর অবস্থাকে আরও নাজুক করে তুলেছে। যেখানে আগে থেকেই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং সুপেয় পানির অভাব ছিল।

হোয়াইট হেলমেটস এক টুইটার পোস্টে লিখেছে, ‘অবকাঠামো, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা লাইন ভূমিকম্পের কারণে ধ্বংস হয়ে যাওয়ায় কলেরা মহামারি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।’  

স্থানীয় অধিকারকর্মী নূর গুরমুশ আল-জাজিরাকে বলেছেন, ‘ভূমিকম্পের আগেও এ অঞ্চলটি যথাযথ পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাবের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে সময়ও ৬৩ শতাংশ শরণার্থী শিবিরে সঠিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাব ছিল এবং ৪৩ শতাংশ শিবিরে বিশুদ্ধ পানির অভাব ছিল।’  

গুরমুশ আরও জানান, হাসপাতাল এবং চিকিৎসাকর্মীরা এখনো ভূমিকম্পে আহতদের সেবা দিতেই ব্যস্ত। এর মধ্যে যদি কলেরার তীব্র প্রাদুর্ভাব শুরু হয়, তবে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।

গত বছর সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে কলেরার প্রাদুর্ভাব শুরু হয়। এর পর থেকে সেখানে এখন পর্যন্ত কলেরায় ২২ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে ৫৬৮ জন গুরুতর অসুস্থ হয়েছিল।

 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ