প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৬:৩১ পিএম
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অন্যরকম এক উদ্যোগ নিয়েছে উত্তর লন্ডনের একটি মসজিদ।
রোববার থেকে তুর্কি এ মসজিদটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল গঠনের কাজ শুরু করেছে। খবর আনাদোলুর।
বাড়ি থেকে তৈরি করে আনা তুরস্কের ঐতিহ্যবাহী খাবার বিক্রি করে তহবিল গঠন করা হচ্ছে।
লন্ডনের স্টোক নিউইংটনে অবস্থিত আজিজিয়া মসজিদ কর্তৃপক্ষ রোববার থেকে অর্থ সংগ্রহের কাজ করছে।
মসজিদটির ইমাম আবু বাকের তেজগেল বলেন, এখান থেকে সংগ্রহ করা অর্থ তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে পাঠানো হবে।
প্রতি বছর মসজিদ কর্তৃপক্ষ এ ধরনের তুর্কি খাবার ও পিঠা উৎসবের আয়োজন করে থাকে। এ বছর এর অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কাছে দেওয়া হবে।
মসজিদের ইমাম জানান, তুরস্কে এ পর্যন্ত ৫১ হাজার মার্কিন ডলার এবং ৫০ হাজার টন খাবার পাঠানো হয়েছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য।