• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

প্রবল যৌন আকাঙ্ক্ষাতেই বিলুপ্ত হয়ে যেতে পারে এই প্রাণীরা!

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৫:৩৪ পিএম

প্রবল যৌন আকাঙ্ক্ষাতেই বিলুপ্ত হয়ে যেতে পারে এই প্রাণীরা!

আন্তর্জাতিক ডেস্ক

যৌনতা কেবল বংশবিস্তারের জন্য নয়, শরীর স্বাস্থ্যের সতেজতার জন্য এটি একটি জরুরি অভ্যাস। কিন্তু অতিরিক্ত কোনও কিছুই যে ক্ষতিকর, সেকথাটি মনে করিয়ে দিচ্ছে কোল (Quoll) নামের এক প্রজাতির প্রাণীর বিপণ্ণতা। অস্ট্রেলিয়ার (Australia) এই প্রাণীটি সম্পর্কে এমন ছবিই ফুটে উঠছে গবেষণায়।

গবেষণায় কী দেখা গিয়েছে? গবেষকরা জানাচ্ছে, পুরুষ কোল সঙ্গমের জন্য স্ত্রী কোলের সন্ধানে দীর্ঘ দীর্ঘ পথ অতিক্রম করে এবং সেজন্য রাতের বেলা ঘুমোয় পর্যন্ত না। এর ফলে একটি মিলন ঋতু জুড়ে পর্যাপ্ত বিশ্রামের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তারা। যদিও স্ত্রী কোলদের অবস্থা এরকম নয়। দেখা যাচ্ছে, গড়ে তারা অন্তত চার বছর প্রজনন করতে পারে। তাই বিপদে পড়ছে পুরুষরাই।

সদ্য প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র। সানশাইন কোস্ট বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ক্রিস্টোফার ক্লেমেন্টে জানাচ্ছেন, ”স্ত্রী কোলদের সন্ধানে পুরুষরা দীর্ঘ পথ পাড়ি দেয়। তাদের যৌন ইচ্ছা এতই প্রবল থাকে যে, রাতে না ঘুমিয়েও তারা সঙ্গীর উদ্দেশ্যে এগিয়ে চলে।”

দেখা যায়, কোনও কোনও পুরুষ কোল এক রাতেই ১০ কিমি পথ পেরিয়ে যায়। এই দূরত্ব তাদের আকারের প্রাণীর পক্ষে বিরাট। মানুষের হিসেবে ৪০ কিমি পথ পেরনোর সমান। তাদের আযুষ্কাল কমছে এই ধকলের ধাক্কাতেই। ফলে একটি মিলন ঋতু পেরতে না পেরতেই প্রাণ হারাচ্ছে তারা। তাছাড়া সহজেই অন্য প্রাণীর শিকার হওয়া, গাড়ির সঙ্গে ধাক্কার ফলেও অনেক কোলের মৃত্যু হচ্ছে। এই ভাবে চলতে থাকলে এই প্রজাতিটি বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না গবেষকরা।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ