• ঢাকা সোমবার
    ০৬ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যু

প্রকাশিত: জুন ২৫, ২০২১, ০৫:৪৩ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার বাংলাদেশি।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে সৌদি আরবের জেদ্দায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউপির কালিকৃষ্ণপুর গ্রামের আবুবকর মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩০) একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে হরমুজ আলী (৪৫)

আহতরা হলেন- কালিকৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল আলিম (৪৮), ইসলামপুর গ্রামের তাহের মিয়ার ছেলে জাকির হোসেন (৫০), কালিকৃষ্ণপুর গ্রামের ছাদিকুর রহমান (২৩) সাইকুল ইসলাম (২৩)

দুর্ঘটনাস্থলে থাকা প্রবাসী ইমামুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে কাজ শেষে কয়েকজন বাংলাদেশি জেদ্দা থেকে মাইক্রোবাস যোগে আবাসস্থলে ফিরছিলেন। ফেরার পথে একটি ট্যাংক লরি ওই মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা প্রবাসী আনোয়ার হোসেন হরমুজ আলী মারা যান। ঘটনায় গুরুতর আহত হন আরও চারজন। তাৎক্ষনিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

দিকে প্রবাসীদের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তাদের এলাকায়। করোনাকাল হওয়ায় স্বজনরা নিহতদেরকে শেষ দেখা দেখতে পারবেন কিনা নিয়ে শঙ্কিত।

মামুন/নির্জন

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ