• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অনলাইনে বউ বিক্রির বিজ্ঞাপন দিলেন স্বামী, অতঃপর...

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০২:২১ এএম

অনলাইনে বউ বিক্রির বিজ্ঞাপন দিলেন স্বামী, অতঃপর...

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ই-কমার্স সাইটগুলোর মাধ্যমে ঘরে বসে খুব সহজেই জিনিস কেনা বেচা করা যায়। নতুন জিনিস ছাড়া পুরনো জিনিসও বিক্রি করা যায় এর মাধ্যমে। তাই বলে এমন জিনিস মনে হয় বিক্রি করতে আগে কখনো দেখা যায়নি। নিজের স্ত্রীকে বিক্রি করার বিজ্ঞাপন? অবাক লাগলেও সাইমন ওকেন এমনই একটি বিজ্ঞাপন দিয়েছিলেন ই-বেতে।

সাইমনের স্ত্রীর নাম লিয়েন্ড্রা। তাদের দুইটি সন্তান। সাইমন জানিয়েছিলেন, একটা সময় কাজ থেকে বাড়ি ফেরার পর তার শরীর খারাপ লাগছিল। লিয়েন্ড্রা তার দিকে কোনো নজর না দিয়ে ঝগড়া শুরু করতেন। সহ্য করতে না পেরে স্ত্রীকে বিক্রি করার বিজ্ঞাপন দিয়ে ফেলেন ঐ সাইটে ৷

পোশায় টেলিকম ইঞ্জিনিয়ার সাইমন বিজ্ঞাপনে স্ত্রীর একটি ছবি পোস্ট করে লেখেন ‘ইউজড ওয়াইফ’৷ সঙ্গে এটাও লেখেন যে তাকে কিনবে কী কী ভালো আর কী খারাপ হতে পারে। পোস্টে তিনি লিয়েন্ড্রার গুণের কথাও উল্লেখ করেন’৷

তবে সঙ্গে একটি শর্ত দেন যে একবার কেনা হয়ে গেলে ফেরত দেওয়া যাবে না। দাম নির্ধারন করেছিলেন ভারতীয় মুদ্রায় এক লাখ টাকা। মাত্র দুই দিনের মধ্যে লিয়েন্ড্রাকে কিনতে চেয়ে তার কাছে বহু লোক যোগাযোগ করতে চান ৷ এমনকি ৫৬,৮৮০ পাইন্ড পর্যন্ত দিতে রাজি হয় ৷

পরে তার স্ত্রী এই বিষয়টি জানতে পেরে রেগে যান। তিনি জানিয়েছিলেন, ‘আমি চেয়েছিলাম ওকে মেরে ফেলতে। কাজের জায়গায় এটা জানাজানি হওয়ার পরে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল। শুধু যে আমায় বিক্রি করতে চেয়েছে তাই নয়, সঙ্গে আমার যে ছবিটা দিয়েছে বিজ্ঞাপনে, সেটাও একটা জঘন্য ছবি।’

এরপর সাইমনের স্ত্রী ঐ অনলাইন ঐ সংস্থার কাছে এই খবর জানান ও বলেন বিজ্ঞাপনটি সরিয়ে দিতে। ইবে সংস্থা বিজ্ঞাপনটি নজরে আসার পরে ডিলিট করে দেন তাদের সাইট থেকে। ফলে ঝগড়া কমা তো দূরের কথা বরং আরো বেড়ে গিয়েছিল। ভবিষ্যতে এমন করলে আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলেছিলেন। শুধরে গেছিলেন সাইমন। 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ