• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ১১:২৫ পিএম

এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৩। জাকার্তা পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) হালমাহেরা দ্বীপের উত্তরে এই ভূকম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বিষয়টি নিশ্চিত করেছে।   

ইএমএসসি জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ১০০ কিলোমিটার গভীরে।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২৮ মিনিটে পাপুয়া প্রদেশের জয়াপুরা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ভূকম্পনে কেঁপে ওঠে। রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ১।

এর আগে চলতি ফেব্রুয়ারির শুরুতে ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে চার ব্যক্তি নিহত হন।

এছাড়া এই ভূমিকম্পে একটি ওয়াটারফ্রন্ট রেস্তোরাঁ চূর্ণবিচূর্ণ হয়। কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

আর্কাইভ