• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

দুই বছরে ৫৫ হাজার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে মিয়ানমার জান্তা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৩:০৮ পিএম

দুই বছরে ৫৫ হাজার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে মিয়ানমার জান্তা

আন্তর্জাতিক ডেস্ক

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর বিগত দুই বছরে মিয়ানমারজুড়ে অন্তত সাড়ে ৫৫ হাজার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে জান্তাবাহিনী। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ডেটা ফর মিয়ানমার জানিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর জান্তাবাহিনী এ জ্বালাও-পোড়াও করে।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরবতী নিউজের প্রতিবেদন অনুসারে, ডেটা ফর মিয়ানমার ২০২১ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর থেকে ২০২৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে জ্বালিয়ে-পুড়িয়ে দেয়া বাড়িঘরের হিসাব এতে অন্তর্ভুক্ত করেছে। 


ডেটা ফর মিয়ানমারের দেয়া তথ্যানুসারে, সবমিলিয়ে ৫৫ হাজার ৪৮৪টি বাড়িঘর জ্বালিয়ে-পুড়িয়ে দিয়েছে দেশটির জান্তাবাহিনী। এসব বাড়িঘরের মধ্যে ৮০ শতাংশই সাগাইন অঞ্চলের। সর্বশেষ গত ২০ ফেব্রুয়ারি জান্তা সেনারা সাগাইনের শোয়েবু টাউনশিপের তূজি গ্রামে প্রায় ২০০ বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে।
সাগাইনের শিক্ষামূলক ও উদ্ধারকারী দল এস অ্যান্ড সি জানিয়েছে, বাড়িঘর সব পুড়িয়ে দেয়ায় মানুষ পাশের গ্রাম এবং বনে গিয়ে আশ্রয় নিয়েছে। তাদের সেখানেই যাবতীয় প্রয়োজনীয় বস্তুগত সহায়তা দিয়ে যাচ্ছে এস অ্যান্ড সি। 
তূ জি গ্রামের বাসিন্দা ৫২ বছর বয়সী ইউ মায়া বলেন, ‘কোনো যুদ্ধ ছাড়াই সেনারা বিকেলে এখানে অভিযান চালায়। তারা আসছে শুনে আমরা সবাই সকালে গ্রাম ছেড়ে চলে যাই। ফিরে এসে দেখি, তারা সব ঘর জ্বালিয়ে দিয়েছে।’ এ সময় সেনারা গ্রামের খাদ্যশস্য জ্বালিয়ে দিয়েছে এবং গবাদি পশুগুলোকে হত্যা করেছে।

এ বিষয়ে এস অ্যান্ড সি’র এক সদস্য জানান, গ্রামবাসীরা গ্রেপ্তার এবং হত্যাকাণ্ড এড়াতে গ্রাম ছেড়ে চলে গেলে জান্তা সেনারা সব জ্বালিয়ে দেয়।

এনএমএম/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ