• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

থাইল্যান্ডে করোনা হাসপাতালে গোলাগুলিতে নিহত ১

প্রকাশিত: জুন ২৫, ২০২১, ১০:৪৭ এএম

থাইল্যান্ডে করোনা হাসপাতালে গোলাগুলিতে নিহত ১

বিনোদন ডেস্ক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি অস্থায়ী কোভিড হাসপাতালে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক বৃদ্ধার মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৪ জুন) এ ঘটনা ঘটে। সাবেক এক সেনা সদস্য এই হামলা চালিয়েছেন বলে রয়টার্স জানিয়েছে।

থাইল্যান্ড পুলিশের বিভাগীয় প্রধান এমফোল বুয়ারাবপোর্ন বলেন, অভিযুক্ত হামলাকারী নেশাগ্রস্তদের ঘৃণা করে। অস্থায়ী এই হাসপাতালটি মূলত একটি মাদক নিরাময় কেন্দ্র। সেখানে চিকিৎসাধীন অনেকেই মাদকাসক্ত। পরে এই কেন্দ্রকে কোভিডের অস্থায়ী হাসপাতাল করা হয়।

সন্দেহভাজন হামলাকারী মনে করেছিলেন, হাসপাতালে ভর্তি হওয়া সবাই মাদকাসক্ত। সে কারণেই হয়তো তিনি এই হামলা চালিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ প্রধান এমফোল আরও জানান, হাসপাতালে হামলা চালানোর কয়েক ঘণ্টা আগেই সন্দেহভাজন ওই হামলাকারী একটি দোকানের এক কর্মীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে গুলি করে হত্যা করেন। সন্দেহভাজন ওই ব্যক্তিকে এরই মধ্যে আটক করা হয়েছে।

শামীম/সবুজ/এএমকে
আর্কাইভ