• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মস্কোয় নিযুক্ত বাংলাদেশি দূতকে রাশিয়ার তলব

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৮:৫০ পিএম

মস্কোয় নিযুক্ত বাংলাদেশি দূতকে রাশিয়ার তলব

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে মস্কো। বাংলাদেশের বন্দরে রাশিয়ান জাহাজ প্রবেশে বাধা দেয়ার সিদ্ধান্তের জেরেই মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাষ্ট্রদূতকে তলব করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থাটি জানায়, বন্দরে জাহাজ না ভিড়তে দেয়ার প্রতিবাদে মঙ্গলবার রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশি দূতকে তলব করেছে মস্কো। চলতি মাসের শুরুতে কয়েক ডজন রুশ পতাকাবাহী জাহাজকে নিজেদের আঞ্চলিক জলমীসায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ।
ইউক্রেন যুদ্ধের ফলে রাশিয়ার মালিকানাধীন বেশির ভাগ জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এমনকি নিষেধাজ্ঞাগুলো সবাইকে মেনে চলার জন্য নির্দেশ দেয় পশ্চিমারা। এরপরেই নিজেদের জলসীমায় জাহাজগুলো প্রবেশ করতে দেয়নি বাংলাদেশ।


এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মস্কোয় নিযুক্ত বাংলাদেশি দূতকে জাহাজ ইস্যুতে তলব করা হয়। তাদের পদক্ষেপটি বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে জানানো হয়েছে। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনাকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে।
রয়টার্স বলছে, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম। ২০২৪ সালে বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার কথা রয়েছে। তবে, পশ্চিমা নিষেধাজ্ঞায় পারমাণবিক কেন্দ্রটির অনেক যন্ত্রাংশ বাংলাদেশে পৌঁছাচ্ছে না। এর মূলে রয়েছে রুশ পতাকাবাহী জাহাজ। যন্ত্রাংশ নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজে পাঠাতে মস্কোকে অনুরোধ করেছে বাংলাদেশ।

 

আরিয়ানএস/এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ