• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ছেলেবন্ধু না থাকায় তরুণীর কান্নার ভিডিও ভাইরাল

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ১০:৫৪ পিএম

ছেলেবন্ধু না থাকায় তরুণীর কান্নার ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

এবার ছেলেবন্ধু না থাকায় এক চীনা তরুণীর কান্নার ভিডিও ভাইরাল হয়েছে। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে ছড়িয়ে পড়া ভিডিওটি বেশ সাড়া ফেলেছে। তরুণীর এমন অবস্থার জন্য সহমর্মিতা প্রকাশ করেছেন অনেকেই। খবর ইনডিপেনডেন্টের

সেই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ওই তরুণী তার ভাবীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। প্রতিদিন কাজ করতে গিয়ে যে পরিমাণ চাপ মোকাবিলা করতে হয়, সে বিষয়ে কথা বলছিলেন তিনি।

এক পর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘আমি কখনোই পুরুষের হাত ধরিনি।’ ওই তরুণী সাহাংই শহরে পরিবারের সঙ্গে থাকেন। তার মা-বাবা প্রতিদিনই তাকে সঙ্গী খোঁজার কথা বলেন, যে কারণে একধরনের চাপ অনুভব করেন। ভিডিও কলে এসব কথা ভাবীকে বলছিলেন তিনি।

এদিকে পছন্দসই সঙ্গী খুঁজে পেতে নানা চেষ্টা করেছেন ওই তরুণী। এক পর্যায়ে ডেটিং সাইটেও গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়েও ভালোবাসার মানুষের দেখা মেলেনি।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ