• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

দিল্লিতে বাইক ট্যাক্সি নিষিদ্ধ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০৬:৩৫ পিএম

দিল্লিতে বাইক ট্যাক্সি নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

দিল্লিতে বাইক ট্যাক্সি নিষিদ্ধ করলো সরকার। পরিবহন সংক্রান্ত আইন না মানার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
দিল্লি সরকারের পরিবহন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত ব্যবহারের জন্য বাইক দিয়ে এই ট্যাক্সি সার্ভিস চলছিল। কিন্তু পরিবহন নিয়ম অনুসারে ব্যক্তিগত ব্যবহারের জন্য বাইক এ রকমভাবে ব্যবসায়িক কাজে লাগানো যায় না। বলা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে নন ট্র্যান্সপোর্ট নম্বরযুক্ত বাইক ব্যবহার করা হচ্ছিল। তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।


পরিবহন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এর পরেও যদি রাস্তায় বাইক-ট্যাক্সি দেখা যায়, তাহলে প্রথমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে। দ্বিতীয়বার একই অপরাধের জন্য জরিমানার পরিমাণ হবে দশ হাজার টাকা। তা ছাড়া  যে সংস্থার হয়ে বাইক চালানো হচ্ছিল, তাদের এক লাখ টাকা জরিমানা করা হবে। চালকের লাইসেন্সও তিন বারের জন্য বাতিল করা হবে।
দিল্লিতে ওলা, উবার ও রেপিডো মূলত এই পরিষেবা দিতো। এই পরিষেবা বন্ধ হওয়ার ফলে প্রচুর যাত্রী অসুবিধায় পড়বেন।
সম্প্রতি সুপ্রিম কোর্ট মুম্বইতে রেপিডোর বাইক ট্য়াক্সি বন্ধ করার নির্দেশ দিয়েছে। কারণ, তারা কোনো রকম লাইসেন্স ছাড়াই এই পরিষেবা চালু করেছিল।


নাদিম/এএল

আর্কাইভ