• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভুয়া ডিগ্রি দেখিয়ে ইংল্যান্ডে ২০ বছর ডাক্তারি করে গেলেন নারী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৫:২০ পিএম

ভুয়া ডিগ্রি দেখিয়ে ইংল্যান্ডে ২০ বছর ডাক্তারি করে গেলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক

ভুয়া ডিগ্রি দেখিয়ে ব্রিটেনের সরকারি চিকিৎসা পরিষেবায় এক টানা ২০ বছর ধরে রোগী দেখে বেড়ালেন এক নারী। শেষ পর্যন্ত জালিয়াতির পর্দাফাঁস। আপাতত সাজা ঘোষণার অপেক্ষায় ৬০ বছরের ঝোলিয়া আলেমি।

বিগত দুই দশক ধরে ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডের হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে কাজ করেছেন আলেমি। পেয়েছেন সরকার থেকে চিকিৎসকদের দেওয়া সব সুযোগ-সুবিধা। প্রতি মাসে পেয়েছেন বেতনও। আলেমি নিজেকে চিকিৎসক হিসাবে দাবি করে সব মিলিয়ে ১০ লাখ পাউন্ডেরও বেশি আয় করেছেন সারা জীবনে। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে গেল জারিজুরি। বুধবার, তাকে দোষী সাব্যস্ত করে ম্যানচেস্টারের ক্রাউন কোর্ট। আগামী ২৮ ফেব্রুয়ারি তার সাজা ঘোষণা হবে। বিচারক হিলারি ম্যানলে ইঙ্গিত দিয়েছেন, দীর্ঘ সময় জেলের গরাদের পিছনে কাটাতে হবে ভুয়া চিকিৎসককে।

জানা গিয়েছে, ১৯৯৫ সালে ইংল্যান্ডের জেনারেল মেডিক্যাল কাউন্সিলে (যে কাউন্সিল ব্রিটেনে চিকিৎসকদের নথিভুক্ত করে) আলেমি ভুয়া শংসাপত্র দিয়ে দাবি করেন, তিনি নিউ জিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেছেন। সেখানে লেখা আছে ছয় বছর ‘মেডিক্যাল ট্রেনি’ হিসাবে পাঠ নিয়েছেন এবং তার ফলও যথেষ্ট ভালো। যদিও সেই বিশ্ববিদ্যালয়ের খাতা সে কথা বলছে না। জানা গিয়েছে, তিনি সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ঠিকই কিন্তু প্রথম পর্বের পরই পড়া ছেড়ে দেন। ১৯৯৮ থেকে ২০১৭ পর্যন্ত ব্রিটেনের সরকারি চিকিৎসা পরিষেবায় কাজ করেছেন ঐ ভুয়া ডিগ্রি দেখিয়ে।

ভারতের মতো উন্নয়নশীল অর্থনীতির দেশে ভুয়া চিকিৎসকের কারবারের কথা হামেশাই শোনা যায়। কিন্তু ব্রিটেনের মতো দেশে সরকারি চিকিৎসা পরিষেবায় যেভাবে ডিগ্রি জাল করে এক টানা দুই দশক নিজেকে চিকিৎসক হিসাবে পরিচয় দিয়ে রমরমিয়ে চাকরি করে গেলেন আলেমি, তাতে অনেকেরই চোখ কপালে উঠেছে। প্রশ্ন উঠছে, পুরো দেশে আলেমিই কি একমাত্র এমন ভুয়ো চিকিৎসক? নাকি আরো এমন ঘটনা আগামী দিনে প্রকাশ্যে আসবে? যে রোগীদের চিকিৎসা হয়েছে ভুয়া চিকিৎসকের হাতে, তারাও আশঙ্কায়।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ