• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তুরস্কে শুরু নতুন সমস্যা, পাওয়া যাচ্ছেনা মৃতদের কবর দেওয়ার জায়গা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০১:৫২ এএম

তুরস্কে শুরু নতুন সমস্যা, পাওয়া যাচ্ছেনা মৃতদের কবর দেওয়ার জায়গা

আন্তর্জাতিক ডেস্ক

দুই সপ্তাহ আগে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে গিয়েছে তুরস্ক এবং সিরিয়া। মৃত্যুর সংখ্যা বেড়ে চলার সাথে সাথে শুরু হয়েছে নতুন সমস্যা। সূত্রের খবর, তুরস্কে (Turkey) ভূমিকম্পের কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণ হারিয়েছেন প্রচুর মানুষ। এখনও পর্যন্ত এই ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ৪৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে শুরু হয়েছে কবর দেওয়ার সমস্যা। শোনা যাচ্ছে, কবর দেওয়ার উপযুক্ত জায়গা পাওয়া যাচ্ছে না। কবরস্থানগুলিতে এই মুহূর্তে তিল ধারণের জায়গা নেই।

চেষ্টা চালানো হচ্ছে ফাঁকা জায়গায় যাতে মৃতদেহ কবর দেওয়া যায়। কিন্তু তাতেও বিশেষ কিছু সুবিধা হচ্ছে না। প্রসঙ্গত এ ব্যাপারে সিরিয়ার কবরস্থানের পরিচালনার দায়িত্বে থাকা আকিন বজকুর্টজ জানিয়েছেন, “ভগ্নস্তূপের ভিতর থেকে আপনি দেহ উদ্ধার করলেন। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের লোকেরা আশা নিয়ে বসে থাকেন। দেহ পেলে তাঁরা কবর দেওয়ার খোঁজ করেন। কিন্তু তাতেও সমস্যা।” আপাতত এই সমস্যা থেকে দ্রুত কিভাবে মুক্তি পাওয়া যায় তাই নিয়ে চিন্তাভাবনা চলছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ