আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে চলছে ভোট গণনা। আট দফায় ২৯২ আসনে ভোটগ্রহণ শেষে রোববার (২ মে) সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়েছে। সব আসনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে নন্দীগ্রাম কেন্দ্রটি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার একসময়ের সহযোগী শুভেন্দু অধিকারী বিজেপির হয়ে এই আসন থেকে লড়ছেন।
রোববার ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, তৃতীয় রাউন্ড শেষে প্রায় ৮০০০ ভোটে পিছিয়ে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম রাউন্ড থেকেই পিছিয়ে ছিলেন তিনি। ফলে প্রাথমিক গণনায় অনেকটাই এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। এ ছাড়া প্রথম রাউন্ডের শেষে ১৪০০ ভোটে পিছিয়ে ছিলেন মমতা।
তবে লড়াইয়ের সর্বশেষ ফলাফলটা আর কিছুক্ষণ পরেই পরিষ্কার হয়ে যাবে। কারণ পশ্চিমবঙ্গে মমতা-শুভেন্দুর দ্বৈরথের দিকেই নজর সবার। নন্দীগ্রামে দ্বিতীয় দফায় ১ এপ্রিল ভোট অনুষ্ঠিত হয়।
মহামারি করোনাভাইরাসের ভয়াবহ দুর্যোগের মধ্যেই শেষ হয় পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচন। ২৯৪ আসনের ৮ দফা এই নির্বাচনের বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ছিল শেষ দফা ভোটগ্রহণ। শান্তিপূর্ণভাবে শেষ হয় নির্বাচন।
২৯৪ আসনের বিধান সভা নির্বাচন শেষে বুথফেরত জনমত জরিপ প্রকাশ করেছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম। এর মধ্যে আনন্দবাজার জানায়, এই জনমত জরিপে ২৯৪ আসনের বিধানসভায় দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার কাছে পৌঁছাতে পারেনি কোনো রাজনৈতিক দল।
সবুজ/এএমকে
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন