• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

এবার ভূমিকম্পে কেঁপে উঠল ওমান

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০১:৩০ এএম

এবার ভূমিকম্পে কেঁপে উঠল ওমান

ওমানে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

 রোববার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটে দেশটিতে এ কম্পন অনুভূত হয়। খবর খালিজ টাইমসের। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের পর অনেক বাসিন্দা তাদের কাছে ফোন করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, রাজধানী মাসকটসহ দেশের অন্যান্য অঞ্চলে ভূমিকম্পের সতর্কতা লেভেল প্রায় শূন্য ছিল। তবে অবকাঠামোর ওপর নির্ভর করে ভবনের ওপর ভূমিকম্পের প্রভাব ভিন্ন হবে।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের কাহারমানমারাস শহরে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। যা তুরস্ক ও সিরিয়ার সীমান্তের বিশাল একটি এলাকাকে কাঁপিয়ে দেয়। সবশেষ পাওয়া খবর অনুযায়ী রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত দুই দেশে মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে।

 

আরিয়ানএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ