• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

তরুণীকে জোর করে চুম্বনের চেষ্টা! দোষী সাব্যস্ত যুবক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১০:২১ পিএম

তরুণীকে জোর করে চুম্বনের চেষ্টা! দোষী সাব্যস্ত যুবক

আন্তর্জাতিক ডেস্ক

তরুণীকে হেনস্তার অভিযোগে দোষী সাব্যস্ত হল এক যুবক। তাকে এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের খার রোড স্টেশনে। অভিযোগ, স্টেশনে দাঁড়িয়ে থাকা তরুণীকে আচমকা জাপটে ধরে চুম্বনের চেষ্টা করে ওই যুবক। তরুণী চিৎকার করে পুলিশ ডাকেন। তার পর যুবককে নিয়ে যাওয়া হয় থানায়। পরে বান্দ্রা রেলওয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তরুণী। তরুণী পুলিশকে জানিয়েছেন, গত বছর জুন মাসে তিনি বান্দ্রায় যেতে চেয়েছিলেন। ওই স্টেশনে ভুল করে নেমে পড়েছিলেন তরুণী। তিনি পরের ট্রেন আসার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন। অভিযোগ, সেই সময় এক যুবক পিছন দিক থেকে এসে তাঁর শ্লীলতাহানি করে।

গত নভেম্বরে মুম্বইয়ের আদালতে এই ঘটনার বিচারপ্রক্রিয়া শুরু হয়। আড়াই মাসের মধ্যে রায় শুনিয়েছেন বিচারক। যুবককে এক বছরের কারাবাসের নির্দেশ দিয়েছেন বিচারক। সেই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। তা থেকে ৩ হাজার টাকা পাবেন অভিযোগকারী তরুণী।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ