
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৯:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়নের বার্ষিক শীর্ষ সম্মেলন থেকে ইসরায়েলের এক শীর্ষ কূটনীতিককে বের করে দেওয়া হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) আদ্দিস আবাবায় শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় নিরাপত্তা কর্মীরা রাষ্ট্রদূত শ্যারন বার-লিকে অডিটোরিয়ামের বাইরে বের হয়ে যাওয়ার জন্য অনুরোধ করছেন। কিছু সময়ের জন্য বাকবিতণ্ডায় জড়ান তিনি। তবে পরে বের হয়ে যান। আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যানের মুখপাত্র ইবা কালোন্দো বলেছেন, কূটনীতিককে অপসারণ করা হয়েছে কারণ তিনি ইথিওপিয়ায় যথাযথভাবে ইসরায়েরর স্বীকৃত রাষ্ট্রদূত ছিলেন না।
সূত্র: আল-জাজিরা
আরিয়ানএস/