• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভূমিকম্পে ভূ-পৃষ্ঠের ৩০০ কিলোমিটারজুড়ে বিপজ্জনক ফাটল, মাটি সরে গেছে বিপরীত দিকে

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ১১:০০ পিএম

ভূমিকম্পে ভূ-পৃষ্ঠের ৩০০ কিলোমিটারজুড়ে বিপজ্জনক ফাটল, মাটি সরে গেছে বিপরীত দিকে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়া ও তুরস্ক। এখন পর্যন্ত ৪৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ভয়াবহ এ ভূমিকম্পে, শুধু তুরস্কেই ধ্বংস হয়েছে অন্তত ৭০ হাজার ঘরবাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখানেই শেষ নয়। ৭.৮ মাত্রার এ ভূমিকম্প এবং কয়েক হাজার আফটারশকের ফলে মাটিতে তৈরি হয়েছে বিরল ধরনের ফাটল।


শনিবার (১৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে একটি প্রতীকী ভিডিও চিত্রের মাধ্যমে এই বিরল ফাটল বা ভূমিবিচ্যুতির ঘটনা তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৭.৮ মাত্রার ভূমিকম্পের ফলে ৩০০ কিলোমিটার এলাকায় মাটিতে বিপজ্জনক ফাটল ধরেছে। সেই ফাটল থেকে ৭ মিটার বা ২৩ ফুট পর্যন্ত মাটি পরস্পর থেকে বিপরীত দিকে সরে গেছে।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্রিস মিলিনারের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রথম ৭.৮ মাত্রার ভূমিকম্পে মাটিতে ৭ মিটার চওড়া ফাটলের সৃষ্টি হয়। পরের ৭.৫ মাত্রার কম্পনের কারণে ফাটল ধরা ওই অংশ থেকে একাংশের মাটি ৫ ফুট পর্যন্ত সমানে সরে গেছে। অর্থাৎ ফাটলের স্থান থেকে মাটি পরস্পর থেকে দুদিকে সরে গেছে। আর ভূমিকম্পের ফলে সৃষ্ট এ ধরনের ফাটল বা ভূমিবিচ্যুতি খুবই বিরল।

 

আরিয়ানএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ