প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০৫:১২ পিএম
তুরস্কের আদিয়ামানে এখন হাজার হাজার নতুন কবর। লাশ বহন ও দাফনে দিনরাত কাজ করছেন নগর প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা। এ অবস্থায় দেখা দিয়েছে দাফনের জায়গা সংকট।
ভূমিকম্পের পর তুরস্কে সংকটময় অবস্থা দেখা দিয়েছে। ধ্বংসস্তূপের পাশাপাশি হাসপাতাল থেকে কবরস্থানে আসছে একের পর এক লাশ। এসব বহন করছেন সিটি করপোরেশেনের কর্মীরা। কবরস্থানে দেখা যাচ্ছে প্রিয়জনের কবরের পাশে নিথর বসে আছেন স্বজনরা। অনেকে অপেক্ষা করছেন প্রিয়জনের লাশ দাফনের।
আদিয়ামান প্রদেশের ধ্বংসস্তূপ থেকেই উদ্ধার করা লাশের সংখ্যা ছুঁয়েছে প্রায় সাড়ে ৭ হাজার। এ শহরের ৪টি ও পাশের শহরতলীর আরও বেশ কয়েকটি কবরস্থান মিলিয়ে সংকুলান হচ্ছে না লাশ দাফনের। তুরস্কে ১৯৩৯ সালের ভয়াবহ ভূমিকম্পকে ছাড়িয়ে গেল এবারের মৃত্যু সংখ্যা। এখনো নিখোঁজ হাজারো মানুষ।
এনএমএম/