• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হজযাত্রীদের নতুন ন্যূনতম বয়সসীমা কত, জানেন ...

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ১২:২১ এএম

হজযাত্রীদের নতুন ন্যূনতম বয়সসীমা কত, জানেন ...

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের আঙিনায় নামাজ আদায় করছেন হাজিরা। ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

চলতি বছর হজযাত্রীদের ন্যূনতম বয়সসীমার বিষয়টি চূড়ান্ত করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। এবার হজের ভিসা পেতে যাত্রীর বয়স অন্তত ১২ বছর হতে হবে।
এ খবর নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ।  
প্রতি বছর পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার দুই থেকে তিন মাস আগে থেকেই প্রাথমিক কার্যক্রম শুরু হয়। তবে এবার সৌদি আরবের পরিকল্পনা ভিন্ন। সৌদি সরকার এ বছর অভ্যন্তরীণ ও বিদেশি মুসল্লিদের জন্য হজের প্রাক কার্যক্রম শুরু করেছে বছরের প্রথম মাস থেকেই।


হজ পালনে সর্বোচ্চ বয়সের সীমারেখা তুলে দিলেও চলতি বছর ১২ বছরের কম বয়সীদের জন্য হজের নিবন্ধন হবে না বলে জানিয়েছে সৌদি ওমরাহ্ ও হজ মন্ত্রণালয়। অর্থাৎ ১২ বছরের কম কেউ ভিসার জন্য আবেদন করলে তা গৃহীত হবে না।
করোনা মহামারির কারণে গত দুই বছর ধরে পবিত্র হজ পালনের জন্য নানা ধরনের বিধিনিষেধ ছিল। তবে এ বছর তুলে নেয়া হয়েছে সব বিধিনিষেধ। সেই সঙ্গে তুলে দেয়া হয়েছে সর্বোচ্চ সময়সীমাও।
হজ ব্যবস্থাপনা সহজ করার লক্ষ্যে যাত্রী নিবন্ধনের ব্যাপারটিতে বেশি গুরুত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। বিশেষ করে যারা এবার প্রথমবারের মতো হজ করার সংকল্প করেছেন, ভিসা পেতে হলে তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে।
প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ হজ করতে সৌদি আরবে উপস্থিত হন। সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি মুসল্লিদের জন্য কোনো বিধিনিষেধ না থাকায় এ বছর বিপুল সংখ্যক মুসল্লির হজে অংশ নেয়ার বিষয়ে ব্যাপক কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

 

আরিয়ানএস/এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ