
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৭:৫৩ পিএম
রাশিয়ার ৪টি যুদ্ধবিমান আলাস্কান এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। যদিও রুশ যুদ্ধবিমানগুলোকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ধাওয়া দিয়ে তাড়িয়ে দিয়েছে বলে দাবি ওয়াশিংটনের।
মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিবৃতি দিয়ে মার্কিন সামরিক বাহিনী জানায়, সোমবার (১৩ ফেব্রুয়ারি) আলাস্কার কাছে টিইউ-৯৫, বেয়ার-এইচ বোমারু বিমান এবং সুখই-থার্টি ফাইভসহ চারটি রুশ যুদ্ধবিমান শনাক্ত করা হয়। পরে তাদের তাড়িয়ে দেয়া হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দুটি এফ-সিক্সটিন যুদ্ধবিমান, দুটি এফ-থার্টিফাইভ যুদ্ধবিমান রাশিয়ার যুদ্ধবিমানগুলোকে তাড়িয়ে দেয়।
এনএমএম/এএল