• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রুশ যুদ্ধবিমানকে যুক্তরাষ্ট্রের ধাওয়া

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৭:৫৩ পিএম

রুশ যুদ্ধবিমানকে যুক্তরাষ্ট্রের ধাওয়া

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার ৪টি যুদ্ধবিমান আলাস্কান এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। যদিও রুশ যুদ্ধবিমানগুলোকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ধাওয়া দিয়ে তাড়িয়ে দিয়েছে বলে দাবি ওয়াশিংটনের।
মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিবৃতি দিয়ে মার্কিন সামরিক বাহিনী জানায়, সোমবার (১৩ ফেব্রুয়ারি) আলাস্কার কাছে টিইউ-৯৫, বেয়ার-এইচ বোমারু বিমান এবং সুখই-থার্টি ফাইভসহ চারটি রুশ যুদ্ধবিমান শনাক্ত করা হয়। পরে তাদের তাড়িয়ে দেয়া হয়।  
মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দুটি এফ-সিক্সটিন যুদ্ধবিমান, দুটি এফ-থার্টিফাইভ যুদ্ধবিমান রাশিয়ার যুদ্ধবিমানগুলোকে তাড়িয়ে দেয়।   


দ্য হিল জানিয়েছে, এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন হচ্ছে একটি দেশের আকাশসীমার বাইরে এমন একটি এলাকা যেখানে একটি দেশ জাতীয় নিরাপত্তার স্বার্থে বিমান শনাক্ত এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে। 
এদিকে উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড, বা নোরেড জানায়, রাশিয়ার যুদ্ধবিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমায় ছিল। আমেরিকা বা কানাডার সার্বভৌম আকাশসীমাতে প্রবেশ করেনি। নোরেড আলাস্কান এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন বিদেশি বিমান পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন অনুসারে ‍‍‘জোন‍‍’ থেকে তাদের বাইরে যেতে বাধ্য করে।  
গত বছরের অক্টোবরে এই ধরনের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় রাশিয়ার দুটি বোমারু বিমান আকাশসীমায় প্রবেশ করে। এ সময় তাদের তাড়িয়ে দেয়া হয়। ২০০৭ সাল থেকে বছরে ছয় থেকে সাতটি রুশ যুদ্ধবিমানকে আলাস্কান এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশে বাধা দেয়া হয়। 
এদিকে মস্কোর ইউক্রেন আগ্রাসনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চরম উত্তেজনা বিরাজ রয়েছে। তবে নোরেড জানিয়েছে, এসব যুদ্ধবিমানকে বিমানকে তারা কোনো হুমকি হিসেবে দেখা হচ্ছে না। 

 

এনএমএম/এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ