• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সুদানে চুরির দায়ে তিনজনের হাত কাটার নির্দেশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০১:০৩ এএম

সুদানে চুরির দায়ে তিনজনের হাত কাটার নির্দেশ

২০২০ সালে আইনি সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ করেছিলেন সুদানের নাগরিকরা।

আন্তর্জাতিক ডেস্ক

সুদানে গ্যাস সিলিন্ডার চুরির দায়ে তিনজনের হাত কাটার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া চুরির ক্ষতিপূরণ হিসেবে ওই ব্যক্তিদের তিন বছরের কারাদণ্ড এবং ২০ লাখ সুদানি পাউন্ড জরিমানা করা হয়েছে। প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো এ ধরনের দণ্ড দিলেন দেশটির কোনো আদালত। খবর দ্য গার্ডিয়ানের।
সাজা পাওয়া ব্যক্তিরা ওমদুরমান শহরের বাসিন্দা। সাজা কাটতে তাদের উত্তর খার্তুমের কোপার কারাগারে নেওয়া হয়েছে। এদিকে আদালতের এমন রায়ে সুদান আবারও চরমপন্থার দিকে ফিরে যেতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।


সাজা পাওয়া ব্যক্তিদের আইনজীবী সামির মাকিন বলেন, দুর্ভাগ্যজনকভাবে এ দেশে রাজনৈতিক পরিবর্তন হলেও মানুষের অধিকারের কোনো পরিবর্তন হয়নি। শুধু উপরে উপরে পরিবর্তন হয়েছে।
উগান্ডাভিত্তিক মানবাধিকার সংগঠন আফ্রিকান সেন্টার ফর জাস্টিস অ্যান্ড পিস স্টাডিস এক বিবৃতিতে ওই তিন ব্যক্তির সঙ্গে ন্যায়বিচার করা হয়নি বলে অভিযোগ করেছেন। সংস্থাটি বলছে, আইনি প্রতিনিধিত্ব ছাড়া এ বিচার কাজ শেষ হয়েছে। এ ছাড়া অপরাধের মাত্রা ও শাস্তি নির্ধারণের ক্ষেত্রে প্রমাণ হিসেবে কেবল অভিযুক্তদের স্বীকারোক্তির ওপর নির্ভর করেছেন আদালত। ২০২০ সালে আইনি সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ করেছিলেন সুদানের নাগরিকরা। 
সুদানে ১৯৮৩ সাল থেকে ইসলামী আইন জারি রয়েছে। তবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সাদিক আল-মাহদির সরকার ক্ষমতায় এলে এসব আইন তিন বছরের জন্য স্থগিত হয়। পরে ১৯৮৯ সালে ওমর আল-বশির প্রেসিডেন্ট হলে এসব আইন আবারও চালু হয়।
২০১৯ সালে বশির ক্ষমতাচ্যুত হলে সুদানে কিছু প্রগতিশীল আইন চালু হয়। সবশেষ ২০২১ সালের অক্টোবরে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির গণতান্ত্রিক যাত্রা থেমে গেলে বেশকিছু দমনমূলক আইন পুনরায় চালু হয়।


আরিয়ানএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ