• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

গভীর রাতে দেয়াল ভেঙে রান্নাঘরে হাতি!

প্রকাশিত: জুন ২৪, ২০২১, ০২:০৩ পিএম

গভীর রাতে দেয়াল ভেঙে রান্নাঘরে হাতি!

আন্তর্জাতিক ডেস্ক

গভীর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় বাড়ির মালিকের। শব্দের উৎস খুঁজতে রান্নাঘরের দিকে এগিয়ে যান তিনি। সেখানে উঁকি দিতিই চোখ কপালে ওঠার অবস্থা মালিকের। বিশাল এক বুনো হাতি দেখতে পান তিনি! খাবারের খোঁজে রান্নাঘরে ঢুকে পড়েছে হাতিটি। 

থাইল্যান্ডের হুয়া সিন শহরে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, গভীর রাতে একটা শব্দ পেয়ে বাড়ির বাসিন্দা রতচদাওয়ান ছুটে যান রান্নাঘরে। এরপর দেখতে পান বিশাল এক হাতি সুর দিয়ে রান্নাঘরে খাবার খুঁজছে। আর হাতিটি দরজা দিয়ে নয়, রান্নাঘরের দেয়াল ভেঙেই ঢুকেছে!

পুরুষ হাতিটির নাম বুনচুয়ে। রান্নাঘরের প্ল্যাস্টিকের ব্যাগসহ অনেক কিছুই চিবিয়ে খেয়েছে সে। আর এমন দৃশ্যের ভিডিও নিজের মোবাইলে ধারণ করেন বাড়ির বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়। হাতির এ ধরনের কাণ্ডে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। সঠিকভাবে খাবার পেলে এ সমস্যা হতো না বলে মনে করছেন তারা।

পার্কের একজন কর্মকর্তা জানান,  থাইল্যান্ডের কায়েং ক্র্যাঞ্চন জাতীয় উদ্যানের বুনচুয়ে এই হাতিটি প্রায় সময় বেরিয়ে যায়। খাবারের ঘ্রাণ পেয়ে লোকালয়ে হাতিটি ছুটে গেছে। সে দেশের বন বিভাগ বলছে, বর্ষার মৌসুম হওয়ায় হাতিরা যথেষ্ট নোনা খাবার পায় না। এ জন্য লোকালয়ে ঢুকে পড়ে খাবারের সন্ধানে।

গত শনিবারের (১৯ জুন) এমন ঘটনায় হান্টার কলেজের মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক ড. জোশুয়া প্লোতনিক এভাবে হাতি স্বভাবজাত প্রকৃতি বদলে খাবারের খোঁজে মানুষের দ্বারস্থ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

শামীম/সবুজ/এএমকে
আর্কাইভ