প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ০৯:১৫ পিএম
ভারতের সিকিমের ইউকসোমে রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
সোমবার ভোর ৪টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই তথ্য জানিয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিমের ইউকসোম থেকে ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে রোববার সন্ধ্যায় আসামের নগাঁওতে রিখটার স্কেলে ৪ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি ৪টা বেজে ১৮ মিনিটে রেকর্ড করা হয়েছিল, সেটির কেন্দ্রস্থল ছিল নগাঁওর ১০ কিলোমিটার গভীরে।
আরিয়ানএস/