• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কলকাতার বইমেলায় বাংলাদেশকে বর্জনের হুমকি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ০৬:১৫ পিএম

কলকাতার বইমেলায় বাংলাদেশকে বর্জনের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের বইমেলায় অংশগ্রহণের সুযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী প্রকাশকরা। এ ঘটনায় আগামীতে কলকাতার বইমেলায় বাংলাদেশকে অংশগ্রহণ করার সুযোগ দেয়া নাও হতে পারে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায়। রোববার (১২ ফেব্রুয়ারি) কলকাতা বই মেলার শেষ দিনে তিনি এ মন্তব্য করেন।
ত্রিদীপ বলেন, ‘আমরা বেশ কয়েক বছর ধরে চেষ্টা করছি। আমরা খুব করে চাইছি বাংলাদেশের বইমেলায় অন্তত পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী প্রকাশনা সংস্থা প্রকাশিত বইয়ের একটা স্টল যেন দেয়া যায়। তবে এত চেষ্টার পরেও কোনো জায়গা বরাদ্দ পাওয়া যায়নি। ‌ অথচ প্রতিবছর বাংলাদেশকে আমরা শিরোনামে এনে কলকাতা বইমেলায় অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছি।’ 
‘এ ধরনের মনোভাব অব্যাহত থাকলে আগামীতে আমরা বাংলাদেশকে জায়গা দেবো কিনা সেটাও ভাবতে হবে,’ যোগ করেন তিনি।
এতে করে সম্পর্কের অবনতি হবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে যারা ভাবছেন তারাই ভাবুন, আমরা আপাতত এটাই ভেবে রেখেছি।’ ‌
কলকাতা বইমেলায় এবার ২৫ কোটি টাকার বই বিক্রি হয়েছে। সমাপনী অনুষ্ঠানে মেলার সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় বলেন, শেষ দিন রোববার দুপুর পর্যন্ত প্রায় পঁচিশ লাখ মানুষ এসেছেন। অনুষ্ঠানে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াসসহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ‌ এবারের আয়োজনে থিম কান্ট্রি ছিল স্পেন। এই বইমেলায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের ২০টি দেশের প্রকাশনী সংস্থা অংশ নেয়। বঙ্গভবনের আদলে তৈরি করা হয় বাংলাদেশের প্যাভিলিয়ন।


গত ৩০ জানুয়ারি সল্টলেকে ৪৬তম কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এনএমএম/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ