প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩, ১১:১০ পিএম
ভূমিকম্পে বিধ্বস্ত ভবন নির্মাণের সঙ্গে জড়িত ১১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্কের সরকার। ইতোমধ্যে তুর্কি পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে কয়েকজন ঠিকাদারও রয়েছেন।
এদিকে, তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন লুটপাট, ডাকাতি বা প্রতারণার অভিযোগে তুর্কি নিরাপত্তা বাহিনী শনিবার অন্তত ৯৮ জনকে গ্রেফতার করেছে।
সর্বশেষ সরকারি তথ্যমতে, তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। এখনও চলছে উদ্ধার অভিযান। তুরস্কের সাহায্যে হাত বাড়িয়েছে গোটা বিশ্ব। এ পর্যন্ত ১০০টির বেশি দেশ তুরস্কে সহায়তা পাঠিয়েছে।
আরিয়ানএস/