• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

তুরস্কে ভবন নির্মাণে জড়িত ১১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩, ১১:১০ পিএম

তুরস্কে ভবন নির্মাণে জড়িত ১১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভূমিকম্পে বিধ্বস্ত ভবন নির্মাণের সঙ্গে জড়িত ১১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্কের সরকার। ইতোমধ্যে তুর্কি পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে কয়েকজন ঠিকাদারও রয়েছেন। 

এদিকে, তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন লুটপাট, ডাকাতি বা প্রতারণার অভিযোগে তুর্কি নিরাপত্তা বাহিনী শনিবার অন্তত ৯৮ জনকে গ্রেফতার করেছে।
সর্বশেষ সরকারি তথ্যমতে, তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। এখনও চলছে উদ্ধার অভিযান। তুরস্কের সাহায্যে হাত বাড়িয়েছে গোটা বিশ্ব। এ পর্যন্ত ১০০টির বেশি দেশ তুরস্কে সহায়তা পাঠিয়েছে।


তবে তুরস্কের দক্ষিণাঞ্চলে সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন বহু মানুষ। এতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উল্লেখ্য, তুরস্কের দক্ষিণাঞ্চলের অসংখ্য ভবন স্থানীয় কর্মকর্তাদের দুর্নীতি এবং সরকারী নীতির কারণে বহু বছর ধরে অনিরাপদ বলে সতর্ক করে আসছিলেন বিশেষজ্ঞরা।
গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে তুরস্ক ও সিরিয়ার বিস্তৃত অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। এতে হাজার হাজার ভবন ধসে পড়ে। মানবসৃষ্ট ত্রুটি ও অবহেলার কারণে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি বহুগুণ বেড়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

আরিয়ানএস/

আর্কাইভ