• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সনদ জাল করায় কুয়েত এয়ারওয়েজের সাবেক পরিচালককে কারা ও অর্থদণ্ড

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০৮:৫৭ পিএম

সনদ জাল করায় কুয়েত এয়ারওয়েজের সাবেক পরিচালককে কারা ও অর্থদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ববিদ্যালয়ের সনদ জাল করায় কুয়েত এয়ারওয়েজের এক সাবেক পরিচালককে কারা ও অর্থদণ্ড দিয়েছে আদালত। ওই পরিচালক ওই জাল সনদটিকে তার প্রমোশনের কাজে ব্যবহার করেছিলেন।
আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত এয়ারওয়েজের পরিচালনা পর্ষদ সাবেক ওই পরিচালকের বিরুদ্ধে মামলা ঠুকে দিলে আদালত এই রায় দেন। মামলায় বলা হয়, ওই সাবেক পরিচালক নথি জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে সুযোগ সুবিধা হাতিয়ে নিয়েছেন। 


পরে মামলাটি আদালতে উঠলে কৌঁসুলীরা তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণ করেন। এর ভিত্তিতে আদালত ওই ব্যক্তির সনদ বাতিলের পাশাপাশি তাকে ৭ বছরে কারাদণ্ড এবং ৩ লাখ ২০ হাজার কুয়েতি দিনার জরিমানা করে। যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ কোটি ৯ লাখ ৭৮ হাজার টাকার বেশি। 

 

 

 

 

এনএমএম/ 

 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ