
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩, ১০:২৯ পিএম
ধ্বংসস্তূপ থেকে ১০১ ঘণ্টা পর জীবিত উদ্ধার।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের দক্ষিণাঞ্চলের ইস্কেন্দেরুনের ধ্বংসস্তূপ থেকে ১০১ ঘণ্টা পর একই পরিবারের ৬ জনকে বের করেছে উদ্ধারকর্মীরা। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) তুর্কি উদ্ধারকর্মীর মুরাত বেগুলতের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি এ তথ্য জানায়।
শক্তিশালী ভূমিকম্পে ইস্কেন্দেরুনের ধসে পড়া ভনটির একটি পকেটে ছয়জনকে একসঙ্গে জীবিত পাওয়া যায়। তারা একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের সন্ধান পাওয়ায় অন্যান্য উদ্ধারকর্মীরাও ঘটনাস্থলে ছুটে আসে। নেয়া হয়েছে হাসপাতালে। তাদের শারীরিক অবস্থা বেশ দুর্বল। যদিও এ বিষয়ে বিস্তারিত জানায়নি তুর্কি কর্তৃপক্ষ।
আরিয়ানএস/এএল