• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

এবার বন্যায় বির্পযস্ত তুরস্ক ও সিরিয়া

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০৫:২১ পিএম

এবার বন্যায় বির্পযস্ত তুরস্ক ও সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ভূমিকম্পের পর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় তুরস্কের একটি প্রদেশে বন্যা দেখা দিয়েছে। সিরিয়াতেও একটি গ্রামে ভূমিকম্পের পর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। ভারি বৃষ্টিতে নদীর পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে।
ভূমিকম্প কতটা ভয়াবহ হতে পারে, কতটা মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে তার প্রমাণ তুরস্ক। সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর থেকে এ পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় ২১ হাজার ৫১ জন নিহত হয়েছেন। এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছে বলে জানা গেছে।
একদিকে মানবিক বিপর্যয়, অন্যদিকে শঙ্কা দেখা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ। একটি ড্রোন ফুটেজে দেখা গেছে, তুরস্কের ইস্কেন্দেরুন প্রদেশে ভূমিকম্পের চার দিন পর বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) প্লাবিত রাস্তায় গাড়ি চলছে। ভূমিকম্পের পর ইস্কেন্দারুনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ২০০ মিটার বেড়েছে। আর এতে করে বিভিন্ন এলাকায় পানি উঠেছে। এমন অবস্থা কিছুদিন থাকলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।
এদিকে তুর্কি-সিরিয়া সীমান্তের কাছে সিরিয়ার আল‍‍-তৌল গ্রামে ভূমিকম্প, ভারি বৃষ্টি আর এ কারণে নদীর পানি বেড়ে প্রবল বন্যা দেখা দিয়েছে। ১২ বছরের গৃহযুদ্ধ থেকে রক্ষা পেলেও, আল-তৌল সোমবারের ভূমিকম্পে কেঁপে ওঠে। 


বৃহস্পতিবার ভোরে গ্রামটির কাছাকাছি একটি ছোট বাঁধ ধসে পড়ে। এতে খোলা মাঠ ঢেকে যায় এবং হাঁটু পানিতে ডুবে যায় বাড়িঘর। এতে করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দুর্ভোগ আরও বেড়েছে

 

 

এনএমএম/এএল

 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ