প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৯:১১ পিএম
তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ৭.৮ মাত্রার ভূমিকম্পে দুই দেশেই স্থবিরতা বিরাজ করছে। প্রাণহানির সংখ্যা যেমন ক্রমান্বয়ে বাড়ছে, তেমনি বিভিন্ন দেশের অসংখ্য মানুষ এখনো নিখোঁজ।
এমতাবস্থায় তুরস্কে ভূমিকম্পের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটি।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।
তিনি ওই পোস্টে বলেন, কেউ সংবাদ সংগ্রহের জন্য যেতে চাইলে তার এখন আর ‘প্রেস ভিসার’ জন্য আবেদন করতে হবে না।
তিনি সংবাদকর্মীদের নিজ নিজ কর্মস্থলের সম্মতিপত্র, ছবি এবং পাসপোর্টসহ দূতাবাসের মেইলে ([email protected]) যোগাযোগের অনুরোধ করেন।
প্রসঙ্গত, আগে নির্দিষ্ট পাঁচটি শর্ত পূরণে ভিনদেশী সাংবাদিকদের তিনমাসের অধিক সময়ের ভিসা দিতো তুরস্ক।
এনএমএম/