• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সিরিয়ায় ৪৪ লাখ ডলারের জরুরি সহায়তা ঘোষণা চীনের

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ১২:০১ এএম

সিরিয়ায় ৪৪ লাখ ডলারের জরুরি সহায়তা ঘোষণা চীনের

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়াকে ৪৪ লাখ ডলারের জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে চীন। বুধবার (৮ ফেব্রুয়ারি) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ ঘোষণা দেন।

মাও নিং বলেন, সিরিয়ার ভূমিকম্প পরবর্তী পরিস্থিতির দিকে আমরা নিবিড় মনোযোগ দিচ্ছি। চীন সরকার ও চীনা জনগণ সিরিয়া সরকার ও সিরীয় জনগণের কাছে সমবেদনা ও সমর্থন প্রকাশের জন্য সিরিয়াকে তিন কোটি ইউয়ান জরুরি মানবিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে দ্রুত খাদ্য সহায়তাও দেবে চীন।

মুখপাত্র আরও বলেন, চীনের প্রাসঙ্গিক সংস্থাগুলো সিরিয়ার সঙ্গে সহযোগিতা করে দুর্যোগ কবলিত সিরীয় মানুষকে ত্রাণ সহায়তা দেবে। গত সোমবারের (৬ ফেব্রুয়ারি) শক্তিশালী ভূমিকম্পে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে সিরিয়ায়।

যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। চিকিৎসার সুব্যবস্থা না থাকায় ঠান্ডায় চরম বিপর্যয়ে পড়েছেন হতাহতরা। তবে আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞার কারণে এখন পর্যন্ত পর্যাপ্ত সহায়তা পৌঁছায়নি দেশটিতে।

দীর্ঘ ১০ বছর ধরে গোলাগুলি, বোমা আর ক্ষেপণাস্ত্রের শব্দ শুনে দিন কাটাচ্ছেন সিরিয়ার মানুষ। এর মধ্যেই ইতিহাসের ভয়াবহ এই ভূমিকম্প মড়ার ওপর খাড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে চরম দারিদ্র্য ও ক্ষুধায় জর্জরিত সিরিয়ার জন্য। ভূমিকম্পে সিরিয়ার সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখনও ধ্বংস্তূপের নিচ থেকে আটকেপড়াদের উদ্ধারে চলছে অভিযান। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় খালি হাতেই অনেকে নেমেছেন উদ্ধারকাজে। যুদ্ধের কারণে আগে থেকেই সিরিয়ার বহু হাসপাতাল বিধ্বস্ত হয়ে গেছে। চিকিৎসা ব্যবস্থাও অত্যন্ত নাজুক।

এর মধ্যে ধ্বংস্তূপের নিচ থেকে হতাহতদের বের করে হাসপাতালে ঠাঁই দেয়া কঠিন হয়ে উঠেছে দেশটির জন্য। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইদলিব অঞ্চল। তীব্র ঠাণ্ডায় বিপর্যস্ত অবস্থা সেখানে।

অঞ্চলটিতে সাহায্য জরুরি হয়ে পড়েছে। কিন্তু এই দুর্যোগের আগেও ইদলিব ছিল সহায়তা সংস্থাগুলোর জন্য দুর্গম অঞ্চল। এখনও প্রয়োজনীয় সহায়তা পৌঁছাতে পারছে না সিরিয়ায়।

দেশটিকে সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়া সরকার। এদিকে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সিরিয়ার সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক উদ্ধার কমিটি।

 

সাজেদ/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ