• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ২ কোটি ৩০ লাখ মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১২:৩১ এএম

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ২ কোটি ৩০ লাখ মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

তুরস্কের দিয়ারবাকিরে ধ্বংসস্তূপের ভেতর থেকে লোকজনকে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আজ মঙ্গলবার তুরস্ক ও সিরিয়ায় ধসে পড়া ভবনগুলো পরিদর্শনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাডেলহেইড মার্শাং। এসময় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দীর্ঘমেয়াদী সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, ‍‍`ওভারভিউ মানচিত্র দেখায় যে, এসব এলাকায় প্রায় ২৩ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় ৫ মিলিয়ন দুর্বল জনগোষ্ঠী রয়েছে।‍‍`


‍‍`প্রধানত তুরস্ক এবং উত্তর-পশ্চিম সিরিয়ায় বেসামরিক অবকাঠামো এবং হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে,‍‍` তিনি বলেন।

বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত উত্তর সিরিয়ার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।

তিনি বলেন, ‍‍`ভূমিকম্পের কারণে উত্তর-পশ্চিম সিরিয়ায় সীমান্ত দিয়ে যোগাযোগ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে সেখানে সহযোগিতা পৌঁছানো কঠিন।‍‍`

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ছাড়িয়েছে।

সোমবার ভোরে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ঘণ্টা খানেক পর ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এরপর আরও কয়েকটি কম্পন অনুভূত হয়।

ওই অঞ্চলে জরুরি ভিত্তিতে সহায়তা পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস।


আরিয়ানএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ