• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পেরুতে বৃষ্টি ও ভূমিধসে নিহত ৩৬

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০২:০৯ পিএম

পেরুতে বৃষ্টি ও ভূমিধসে নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রবল ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে পেরুতে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলের চামানা প্রদেশের মিসকি নামক এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পেরুতে ভূমিধসে নিহতদের মরদেহ উদ্ধার করে সারিবদ্ধ করে রাখা হয়েছে। 
পেরুতে ভূমিধসে নিহতদের মরদেহ উদ্ধার করে সারিবদ্ধ করে রাখা হয়েছে। 
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ধারবাহিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট প্রবল স্রোত উচ্চভূমি থেকে পানি, কাদা এবং পাথরের সম্মিলিত স্রোত বয়ে নিয়ে আসে কয়েকটি গ্রামে। আর এতেই চাপা পড়েন কয়েকজন। এখনো পর্যন্ত গ্রামগুলো থেকে ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
চামানা প্রদেশের নিকোলাস ভালকেরসেল পৌরসভার সিভিল ডিফেন্স কর্মকর্তা উইলসন গুতিয়েরেজ স্থানীয় বেতার স্টেশন আরপিপিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘মিসকি থেকে এখনো পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
উইলসন গুতিয়েরেজ জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজন একটি ভ্যানে করে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে পানি, কাদা এবং পাথরের সম্মিলিত স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যায়। পরে তারা কাদায় ঢাকা পড়েন।  
এদিকে, দুর্ঘটনাস্থলে পৌঁছানোর জন্য অতি গুরুত্বপূর্ণ একটি সড়কের তিন কিলোমিটার কাদা ও পাথর পড়ে বন্ধ হয়ে রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের কাছে রাস্তা পরিষ্কার এবং উদ্ধার কার্যক্রম দ্রুত করতে ভারি যন্ত্রপাতির সহায়তা চেয়েছে।  


স্থানীয় সিভিল ডিফেন্স কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, প্রায় ৬৩০টি ঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এই ভূমিধস গ্রামগুলোর সেতু, সেচ এবং রাস্তা ক্ষতিগ্রস্ত করেছে ব্যাপকভাবে।   


এনএমএম/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ