• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

২২ হাজার ৫৬০ অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায়

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৪:১৪ পিএম

২২ হাজার ৫৬০ অবৈধ অভিবাসী আটক  মালয়েশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ায় গত বছরে বিভিন্ন অপরাধে দেশব্যাপী ২২ হাজার ৫৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
স্থানীয় সময় শনিবার (৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এসব তথ্য জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল যাইমি দাউদ।
আটক ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৯ হাজার ৭০৯ জন ইন্দোনেশিয়ার, ৩ হাজার ৬২৭ জন মিয়ানমার, ২ হাজার ৮৪৫ জন বাংলাদেশ, ১ হাজার ৪৯৪ জন থাইল্যান্ড, ১ হাজার ৪৬২ জন ভারতীয়, ১ হাজার ১৬৪ জন ফিলিপাইন, ৬৫৫ জন পাকিস্তানি, ৪৩৭ জন নেপালি, ৩৬৭ জন কম্বোডিয়া, ৩৪২ জন ভিয়েতনাম এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।
এ ছাড়া দেশটিতে অবৈধ কর্মীদের কাজ দেয়ায় এবং বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ৩৪৩ জন নিয়োগকর্তাকে আটক করা হয়।


মহাপরিচালক খাইরুল যাইমি অবৈধ অনুপ্রবেশ ও দেশটিতে অবৈধদের বসবাস ঠেকাতে বিভাগটি কাজ করছে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার তাগিদে কোনো পক্ষের সঙ্গে আপস করা হবে না বলেও জানান তিনি।

 

এনএমএম /

আর্কাইভ