• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ঋণ পেতে ‘অকল্পনীয়’ শর্তও মেনে নিচ্ছে পাকিস্তান

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০১:২৫ এএম

ঋণ পেতে  ‘অকল্পনীয়’ শর্তও মেনে নিচ্ছে পাকিস্তান

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণ দেয়ার ক্ষেত্রে যেসব শর্ত দিয়েছে তা এক কথায় ‘অকল্পনীয়’। তারপরও সেই শর্তেই ঋণ নিতে বাধ্য দেশটি। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে শাহবাজ এই মন্তব্য করেন।
ভাষণে শাহবাজ শরিফ বলেন, আমি বিস্তারিত কিছু বলব না, তবে আমাদের অর্থনীতি বর্তমানে যে অবস্থায় আছে তা এক কথায় অভাবনীয়। এর মধ্যে ঋণ দেয়ার ক্ষেত্রে আইএমএফ যেসব শর্ত দিয়েছে এবং যেসব শর্ত আমাদের পূরণ করতে হবে তা অকল্পনীয়। তারপরও আমাদের এসব শর্তেই সম্মত হতে হবে।’ 


পাকিস্তানের অর্থনৈতিক সংকট এতটাই বেশি যে, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ নামতে নামতে মাত্র ৩ দশমিক ১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা দেশটির তিন সপ্তাহের আমদানি ব্যয় মেটাতেও সক্ষম নয়। এরই মধ্যে গত বুধবার (১ ফেব্রুয়ারি) দেশটি বিগত ৪৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ মূল্যস্ফীতির রেকর্ড করেছে। 
এদিকে, গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) পাকিস্তানকে অর্থনৈতিক বেইলআউট প্যাকেজের ঋণ দেয়ার বিষয়ে শেষ ধাপের আলোচনার জন্য ইসলামাবাদ পৌঁছেছে আইএমএফ প্রতিনিধি দল। শর্তের বিষয়ে মতৈক্য না হওয়ার কারণে গত মাসে এই আলোচনা স্থগিত হয়েছিল। তবে অন্য কেনো উপায় না থাকায় আইএমএফের শর্ত মেনেই ঋণ নিতে হচ্ছে পাকিস্তানকে।   
উল্লেখ্য, গত মাসে আইএমএফের দেয়া শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য শর্তগুলো ছিল-কর বৃদ্ধি করা, ভর্তুকি কামনো এবং সরকারি ব্যয় সংকোচন করা।


আরিয়ানএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ