ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের আকাশে একটি সন্দেহজনক বেলুন উড়তে দেখা গেছে। বেলুনটি অত্যন্ত স্পর্শকাতর পারমাণবিক অস্ত্র সাইটগুলো পর্যবেক্ষণ করছে বলে মনে করা হচ্ছে। পেন্টাগন বলেছে, এটি চীনের গুপ্তচর বেলুন।
প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, একটি অধিক উচ্চতাসম্পন্ন নজরদারি বেলুন শনাক্ত করেছে ও ট্র্যাক করছে, যা এই মুহূর্তে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মন্টানার আকাশে দেখা গিয়েছে। শুক্রবার বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, তারা খুবই আত্মবিশ্বাসী যে, এটি চীনা বেলুন। পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্টে জো বাইডেনকে অবহিত করা হয়েছে। তিনি সামরিক উপায়ে বিষয়টি নিষ্পত্তির জন্য বলেছিলেন। কিন্তু গুলি করে মাটিতে ফেলা হলে ধ্বংসাবশেষ যেখানে পতিত হবে, সেখানে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে, গুলি করা থেকে তারা বিরত রয়েছে।
কর্মকর্তা বলছেন, ‘আমরা স্পষ্ট করে দিয়েছি, আমাদের ভূমিতে আমাদের জনগণকে রক্ষা করার জন্য যা যা করা দরকার আমরা তা করবো।’
পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ‘বেলুনটি বর্তমানে বাণিজ্যিক বিমান চলাচল রুটের অনেক ওপর দিয়ে ভ্রমণ করছে। মাটিতে থাকা মানুষ বা স্থাপনার জন্য এটি সামরিক বা শারীরিক কোনো হুমকিও সৃষ্টি করছে না। গত কয়েক বছরে এ ধরনের আরও বেলুন দেখা গেছে।’
চীন এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
আরিয়ানএস/এএল
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন