
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ১০:০৫ পিএম
ছবিঃ সংগৃহীত
গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের আকাশে একটি সন্দেহজনক বেলুন উড়তে দেখা গেছে। বেলুনটি অত্যন্ত স্পর্শকাতর পারমাণবিক অস্ত্র সাইটগুলো পর্যবেক্ষণ করছে বলে মনে করা হচ্ছে। পেন্টাগন বলেছে, এটি চীনের গুপ্তচর বেলুন।
প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, একটি অধিক উচ্চতাসম্পন্ন নজরদারি বেলুন শনাক্ত করেছে ও ট্র্যাক করছে, যা এই মুহূর্তে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মন্টানার আকাশে দেখা গিয়েছে। শুক্রবার বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
আরিয়ানএস/এএল