• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩, ০২:৫৮ পিএম

কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

উদ্বোধনের পর থেকে ক্রমেই জমে উঠতে শুরু করেছে কলকাতার ৪৬তম আন্তর্জাতিক বইমেলা। পাঠকদের দৃষ্টি কাড়ছে বাংলাদেশ প্যাভিলিয়ন। বুধবারও (১ ফেব্রুয়ারি) লম্বা লাইন দিয়ে বাংলাদেশ প্যাভিলিয়নে ঢুকতে দেখা গেছে কলকাতার পাঠকদের।
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবার লিটল ম্যাগাজিনের স্টল বসেছে ২০০টির বেশি। আর প্রকাশকদের স্টলের সংখ্যা প্রায় ৯০০। এরপর থিম কান্ট্রি হিসাবে রয়েছে স্পেনের সরব উপস্থিতি। রয়েছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, জাপানের মতো দেশের প্রভাবশালী প্রকাশকরাও।
কিন্তু এর মাঝেও বাংলাদেশের অবস্থান যেন অন্যরকম। কলকাতার বাঙালি পাঠকদের মধ্যে অনেকেরই রয়েছে বাংলাদেশের সঙ্গে নাড়ির টান। তাই বইমেলায় ঢুকে অনেকে প্রথমেই ঢুঁ মারছেন বাংলাদেশ প্যাভিলিয়নে। 
৪৩টি প্রকাশনী সংস্থা এবার বঙ্গভবনের আদলে তৈরি বাংলাদেশের প্যাভিলিয়নে নিজেদের প্রকাশিত বই নিয়ে বসেছে। তবে সাদা কাজগের দাম বেড়ে যাওয়ায় নতুন বই প্রকাশ কম হয়েছে। কিন্তু তাতেও পাঠকদের তেমন কৌতুহল নয়। তারা এখনো খুঁজে খুঁজে কিনছেন হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলন, সেলিনা হোসেনের বই। 


কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের আয়োজনে এবারের মেলা বসেছে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে। প্রায় করোনামুক্ত পরিবেশ থাকায় এবারের বইমেলায় পাঠকদের ভিড় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলেই মনে করছেন আয়োজকরা।

 

 

এনএমএম/এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ