• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় প্রাণহানি বেড়ে ১০০

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩, ১০:৩১ পিএম

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় প্রাণহানি বেড়ে ১০০

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে মিলল আত্মঘাতী হামলাকারীর বিচ্ছিন্ন মাথা। এই আত্মঘাতী বোমা হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১০০ জনে। পুলিশ বিভাগের তথ্য অনুসারে, আরও ২২৫ জন আহত হয়েছেন ওই হামলায়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।


খবরে বলা হয়, ময়নাতদন্তের পর অনেকের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি মরদেহগুলো স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ৫৩ জনকে ওই হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে। যাদের মধ্যে সাতজন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে রয়েছেন।
গত সোমবার পেশোয়ারের সুরক্ষিত এলাকা রেড জোনের একটি মসজিদে বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী। সেসময় নামাজ পড়ছিলেন ৩ থেকে ৪শ’ মানুষ। হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘তেহরিক ই তালেবান পাকিস্তান’কে দায়ী করছে পুলিশ। কিন্তু বরাবরের মতোই সব অভিযোগ অস্বীকার করছে টিটিপি। এরইমধ্যে তদন্ত এবং সংশ্লিষ্টদের গ্রেফতারে জরুরি বৈঠক করেছে সেনাবাহিনী। শিগগিরই শুরু হবে চিরুনি অভিযান।

আরিয়ানএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ