প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ০২:০০ এএম
স্থানীয় সময় রোববার (২৯ জানুয়ারি) বিচারক ইরজা জুলাইখা রোহানউদ্দিন এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, দেশটির পুত্রজায়ায় ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য ওই বাংলাদেশিকে আটক করে পুলিশ। এসময় পুলিশকে ওই বাংলাদেশি ১০০ মালয়েশিয়ান রিঙ্গিত ঘুষের প্রস্তাব দেন। এ ঘটনায় পুলিশ তাকে শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে মালয়েশিয়ার পুত্রজায়ার দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সদর দফতরে হস্তান্তর করে।
এরপর দুর্নীতি দমন কমিশন তাকে তদন্তে সহায়তার জন্য গ্রেফতার করেন। পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইরজা জুলাইখা রোহানউদ্দিন দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে অভিযুক্ত বাংলাদেশিকে আগামী মঙ্গলবার (৩১ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাজেদ/